
ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
ফুটবলের জনপ্রিয়তাকে সারা দেশে ও তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে এবারও ফরিদপুরের চর ভদ্রাসনের চরসুলতানপুরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গত ১৬ নভেম্বর চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মহসিন বেগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক বেগ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, সাইদ হাসান কানন এবং ইমতিয়াজ আহমেদ নকীব। এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক (ফরিদপুর) এস এম তারিকুল ইসলাম এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোপালগঞ্জ জেলা ফুটবল দল ও যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতামূলক এই ম্যাচে ৭-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি এবং রানারআপ হয় গোপালগঞ্জ জেলা ফুটবল দল।
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফুটবলের উন্নয়ন ও প্রসারে ইস্পাহানি সব সময়ই সচেষ্ট। ইস্পাহানি নিয়মিতভাবে সারা দেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে থাকে। এ ছাড়া ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, ব্রিজ, গলফসহ বিভিন্ন খেলায়ও ইস্পাহানি সব সময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
ফুটবলের জনপ্রিয়তাকে সারা দেশে ও তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে এবারও ফরিদপুরের চর ভদ্রাসনের চরসুলতানপুরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গত ১৬ নভেম্বর চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মহসিন বেগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক বেগ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, সাইদ হাসান কানন এবং ইমতিয়াজ আহমেদ নকীব। এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক (ফরিদপুর) এস এম তারিকুল ইসলাম এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোপালগঞ্জ জেলা ফুটবল দল ও যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতামূলক এই ম্যাচে ৭-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি এবং রানারআপ হয় গোপালগঞ্জ জেলা ফুটবল দল।
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফুটবলের উন্নয়ন ও প্রসারে ইস্পাহানি সব সময়ই সচেষ্ট। ইস্পাহানি নিয়মিতভাবে সারা দেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে থাকে। এ ছাড়া ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, ব্রিজ, গলফসহ বিভিন্ন খেলায়ও ইস্পাহানি সব সময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৪ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৪ ঘণ্টা আগে