
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্যে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।
আজ সকালে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. মশিউর রহমান। বৈঠকে উপাচার্য আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের শিক্ষার্থীদের সেবা প্রদানে আরও বেশি কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।
আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের উদ্দেশে উপাচার্য মশিউর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার জন্য আঞ্চলিক কেন্দ্রসমূহকে বিভাগওয়ারি কলেজগুলোতে মনিটরিং জোরদার করতে হবে। যাতে ক্লাসরুমে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত হয়। এ জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিয়মিত শিক্ষকেরা যাতে ক্লাসরুমে পাঠদান করে সেটিও মনিটরিং করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অঞ্চলভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বছরব্যাপী এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য উপাচার্য আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফয়জুল করিম, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক কাজী নাসির উদ্দিন, বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রইসুল আনাম, খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক, সিলেটের মো. গোলাম রাব্বানী, রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রবিউল হক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্যে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।
আজ সকালে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. মশিউর রহমান। বৈঠকে উপাচার্য আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের শিক্ষার্থীদের সেবা প্রদানে আরও বেশি কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।
আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের উদ্দেশে উপাচার্য মশিউর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার জন্য আঞ্চলিক কেন্দ্রসমূহকে বিভাগওয়ারি কলেজগুলোতে মনিটরিং জোরদার করতে হবে। যাতে ক্লাসরুমে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত হয়। এ জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিয়মিত শিক্ষকেরা যাতে ক্লাসরুমে পাঠদান করে সেটিও মনিটরিং করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অঞ্চলভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বছরব্যাপী এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য উপাচার্য আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফয়জুল করিম, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক কাজী নাসির উদ্দিন, বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রইসুল আনাম, খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক, সিলেটের মো. গোলাম রাব্বানী, রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রবিউল হক।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
৫ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
৮ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১০ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে