নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার রাস্তায় এখন শুধু বাইক ছুটছে না, ছুটছে এক নতুন ভাবনা—খাবার যেন অপচয়ে না হারায়, পৌঁছে যায় প্রয়োজনে। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফুডি এবার চালু করল বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব ফিচার—ফুড রেসকিউ।
ফিচারটি বলছে, কোনো অর্ডার বাতিল হলে অথবা গ্রাহক সেটি না নিলে, সেই খাবার যেন ফেলে না দেওয়া হয়; বরং অন্য গ্রাহকের হাতে পৌঁছে যায় কম দামে, ভালো স্বাদে।
ফিচারটির ডিজাইন অনুযায়ী, একটি নোটিফিকেশন যাবে অ্যাপে, আর সঙ্গে থাকবে অফার—চাইলে আপনি কিনে নিতে পারেন সেই খাবার, যার দাম হবে মূল মূল্যের চেয়ে অনেকটা কম। অপচয় হবে না, আবার আপনার পকেটও হাঁফ ছাড়বে।
এ বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি শুধু খাবার না পৌঁছাক, পৌঁছে যাক সচেতনতা আর সুবিধাও। এই ফিচার আমাদের সেই প্রচেষ্টার একটা অংশ।’
এটা শুধু ব্যবসা নয়, যেন এক দায়িত্বশীল যাত্রা। যেখানে প্রতিটি খাবার পাচ্ছে তার গন্তব্য, প্রত্যেক গ্রাহক পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ। আর শহর পাচ্ছে এক নতুন ধরনের স্মার্ট খাবার ব্যবস্থাপনা।
ফুড রেসকিউ এখন কার্যকর ফুডির সব ডেলিভারি জোনে। প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশে নতুন।
এখন খাবার শুধু মুখে নয়, মনেও লাগবে। কারণ, এর পেছনে রয়েছে চিন্তা, সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি। ফুডি দেখিয়ে দিচ্ছে, অ্যাপ শুধু অর্ডার নেয় না, বদলে দেয় ব্যবস্থাও।

ঢাকার রাস্তায় এখন শুধু বাইক ছুটছে না, ছুটছে এক নতুন ভাবনা—খাবার যেন অপচয়ে না হারায়, পৌঁছে যায় প্রয়োজনে। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফুডি এবার চালু করল বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব ফিচার—ফুড রেসকিউ।
ফিচারটি বলছে, কোনো অর্ডার বাতিল হলে অথবা গ্রাহক সেটি না নিলে, সেই খাবার যেন ফেলে না দেওয়া হয়; বরং অন্য গ্রাহকের হাতে পৌঁছে যায় কম দামে, ভালো স্বাদে।
ফিচারটির ডিজাইন অনুযায়ী, একটি নোটিফিকেশন যাবে অ্যাপে, আর সঙ্গে থাকবে অফার—চাইলে আপনি কিনে নিতে পারেন সেই খাবার, যার দাম হবে মূল মূল্যের চেয়ে অনেকটা কম। অপচয় হবে না, আবার আপনার পকেটও হাঁফ ছাড়বে।
এ বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি শুধু খাবার না পৌঁছাক, পৌঁছে যাক সচেতনতা আর সুবিধাও। এই ফিচার আমাদের সেই প্রচেষ্টার একটা অংশ।’
এটা শুধু ব্যবসা নয়, যেন এক দায়িত্বশীল যাত্রা। যেখানে প্রতিটি খাবার পাচ্ছে তার গন্তব্য, প্রত্যেক গ্রাহক পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ। আর শহর পাচ্ছে এক নতুন ধরনের স্মার্ট খাবার ব্যবস্থাপনা।
ফুড রেসকিউ এখন কার্যকর ফুডির সব ডেলিভারি জোনে। প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশে নতুন।
এখন খাবার শুধু মুখে নয়, মনেও লাগবে। কারণ, এর পেছনে রয়েছে চিন্তা, সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি। ফুডি দেখিয়ে দিচ্ছে, অ্যাপ শুধু অর্ডার নেয় না, বদলে দেয় ব্যবস্থাও।

এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
২ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৪ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৯ ঘণ্টা আগে