নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ১৫ শতাংশ একক হারভুক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাস্তবায়নের প্রস্তাব করেছে। সংগঠনটি একই সঙ্গে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা নির্ধারণ, প্রাইভেট কোম্পানির জন্য শর্তহীন ২৫ শতাংশ করপোরেট কর এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ করপোরেট কর নির্ধারণের সুপারিশ করেছে।
বিসিআইয়ের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের পক্ষে এটি অত্যন্ত উপযোগী হবে। এতে রাজস্ব আহরণের প্রক্রিয়া সহজ ও কার্যকর হবে, যা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় সংগঠনটির এসব প্রস্তাব তুলে ধরেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ভ্যাটের একক হার নির্ধারণের প্রস্তাব
বিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ৮৫ শতাংশ ব্যবসা ক্ষুদ্র ও মাঝারি খাতের, যারা ভোক্তাবান্ধব পরিবেশের জন্য কার্যকর হারের আওতায় আসতে চায়। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, একক ১৫ শতাংশ ভ্যাট ব্যবস্থা কার্যকর হলে দেশে ব্যবসাবান্ধব, ভোক্তাবান্ধব এবং রাজস্ববান্ধব পরিবেশ তৈরি হবে। এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী।
আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, সারা দেশের মোট স্থানীয় ভ্যাটের বড় অংশ আহরিত হয় প্রায় ৫০০টি বড় প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিগারেট, মোবাইল ফোন, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং, ওষুধ, পেট্রোলিয়াম, সিমেন্ট, সিরামিক, টাইলস এবং বেভারেজ ইত্যাদি খাত অন্তর্ভুক্ত। তাই এসব খাতকে মনিটরিং করলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ওপর থেকে করভার যথাযথভাবে ভাগ করা সম্ভব হবে এবং এতে রাজস্ব আহরণের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত পরিবর্তনের সুপারিশ
বিসিআই আরও একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে, তা হলো দেশে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের অনুপাত ৩৫:৬৫ থেকে দ্রুত পরিবর্তন করে ৬৫:৩৫ হারে নিয়ে আসা উচিত। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, সুষম কর ব্যবস্থা বাস্তবায়ন করা হলে তা দেশের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে এবং ভোক্তার স্বার্থও সংরক্ষিত থাকবে।
করপোরেট কর কমানোর প্রস্তাব
বিসিআই জানায়, দেশের করপোরেট করহার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য করপোরেট কর ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বিসিআইয়ের মতে, এই কম হার ব্যবসায়ীদের জন্য উৎসাহজনক হবে এবং স্থানীয় ব্যবসার পরিবেশে উন্নতি ঘটাবে।
ব্যক্তিগত করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি
বিসিআইয়ের পক্ষ থেকে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও করা হয়েছে, যা ভারতের ১২ লাখ রুপি আয়কর সীমার তুলনায় অনেক কম। বিসিআইয়ের সভাপতি পারভেজ বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই সীমা পুনর্নির্ধারণ করা উচিত।
এনবিআর চেয়ারম্যানের প্রতিক্রিয়া
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান প্রস্তাবিত করছাড় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, কর অব্যাহতি দিলে এর অপব্যবহার হয় এবং দীর্ঘ মেয়াদে কর ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সুতরাং, দেশের কর ব্যবস্থা শক্তিশালী করার জন্য সঠিক সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব দেশে কর-জিডিপি অনুপাত বাংলাদেশের চেয়ে বেশি, তাদের তুলনায় আমাদের দেশের পরিস্থিতি আলাদা। তবে আমাদের এখনো কর পদ্ধতিতে অনেক কিছু উন্নতি করার সুযোগ রয়েছে।’
পেপারশিল্পের পরিস্থিতি
পেপার মিল অ্যাসোসিয়েশনের মোস্তাফিজুর রহমান পেপারশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, এ খাতে এক লাখ কোটি টাকার বিনিয়োগ এবং ১০ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হলেও কিছু সমস্যার কারণে শিল্পটি পিছিয়ে পড়েছে। তিনি বলেন, পেপার মিলের জন্য বিনা শুল্কে কাগজ আমদানি করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে বাজারে কাগজ সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে, যা পেপার মিলের জন্য ক্ষতিকর। এনবিআর চেয়ারম্যান এই বিষয়ে মন্তব্য করেন, সিস্টেমে কিছু অস্বাভাবিকতা থাকতে পারে, তবে দ্রুত এর সমাধান করা হবে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ১৫ শতাংশ একক হারভুক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাস্তবায়নের প্রস্তাব করেছে। সংগঠনটি একই সঙ্গে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা নির্ধারণ, প্রাইভেট কোম্পানির জন্য শর্তহীন ২৫ শতাংশ করপোরেট কর এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ করপোরেট কর নির্ধারণের সুপারিশ করেছে।
বিসিআইয়ের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের পক্ষে এটি অত্যন্ত উপযোগী হবে। এতে রাজস্ব আহরণের প্রক্রিয়া সহজ ও কার্যকর হবে, যা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় সংগঠনটির এসব প্রস্তাব তুলে ধরেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ভ্যাটের একক হার নির্ধারণের প্রস্তাব
বিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ৮৫ শতাংশ ব্যবসা ক্ষুদ্র ও মাঝারি খাতের, যারা ভোক্তাবান্ধব পরিবেশের জন্য কার্যকর হারের আওতায় আসতে চায়। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, একক ১৫ শতাংশ ভ্যাট ব্যবস্থা কার্যকর হলে দেশে ব্যবসাবান্ধব, ভোক্তাবান্ধব এবং রাজস্ববান্ধব পরিবেশ তৈরি হবে। এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী।
আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, সারা দেশের মোট স্থানীয় ভ্যাটের বড় অংশ আহরিত হয় প্রায় ৫০০টি বড় প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিগারেট, মোবাইল ফোন, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং, ওষুধ, পেট্রোলিয়াম, সিমেন্ট, সিরামিক, টাইলস এবং বেভারেজ ইত্যাদি খাত অন্তর্ভুক্ত। তাই এসব খাতকে মনিটরিং করলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ওপর থেকে করভার যথাযথভাবে ভাগ করা সম্ভব হবে এবং এতে রাজস্ব আহরণের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত পরিবর্তনের সুপারিশ
বিসিআই আরও একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে, তা হলো দেশে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের অনুপাত ৩৫:৬৫ থেকে দ্রুত পরিবর্তন করে ৬৫:৩৫ হারে নিয়ে আসা উচিত। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, সুষম কর ব্যবস্থা বাস্তবায়ন করা হলে তা দেশের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে এবং ভোক্তার স্বার্থও সংরক্ষিত থাকবে।
করপোরেট কর কমানোর প্রস্তাব
বিসিআই জানায়, দেশের করপোরেট করহার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য করপোরেট কর ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বিসিআইয়ের মতে, এই কম হার ব্যবসায়ীদের জন্য উৎসাহজনক হবে এবং স্থানীয় ব্যবসার পরিবেশে উন্নতি ঘটাবে।
ব্যক্তিগত করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি
বিসিআইয়ের পক্ষ থেকে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও করা হয়েছে, যা ভারতের ১২ লাখ রুপি আয়কর সীমার তুলনায় অনেক কম। বিসিআইয়ের সভাপতি পারভেজ বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই সীমা পুনর্নির্ধারণ করা উচিত।
এনবিআর চেয়ারম্যানের প্রতিক্রিয়া
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান প্রস্তাবিত করছাড় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, কর অব্যাহতি দিলে এর অপব্যবহার হয় এবং দীর্ঘ মেয়াদে কর ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সুতরাং, দেশের কর ব্যবস্থা শক্তিশালী করার জন্য সঠিক সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব দেশে কর-জিডিপি অনুপাত বাংলাদেশের চেয়ে বেশি, তাদের তুলনায় আমাদের দেশের পরিস্থিতি আলাদা। তবে আমাদের এখনো কর পদ্ধতিতে অনেক কিছু উন্নতি করার সুযোগ রয়েছে।’
পেপারশিল্পের পরিস্থিতি
পেপার মিল অ্যাসোসিয়েশনের মোস্তাফিজুর রহমান পেপারশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, এ খাতে এক লাখ কোটি টাকার বিনিয়োগ এবং ১০ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হলেও কিছু সমস্যার কারণে শিল্পটি পিছিয়ে পড়েছে। তিনি বলেন, পেপার মিলের জন্য বিনা শুল্কে কাগজ আমদানি করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে বাজারে কাগজ সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে, যা পেপার মিলের জন্য ক্ষতিকর। এনবিআর চেয়ারম্যান এই বিষয়ে মন্তব্য করেন, সিস্টেমে কিছু অস্বাভাবিকতা থাকতে পারে, তবে দ্রুত এর সমাধান করা হবে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৩ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৭ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৭ ঘণ্টা আগে