আসাদুজ্জামান নূর, ঢাকা

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী সহায়তায় ২০১৩ সালে গঠিত তহবিলের মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ডিসেম্বরে। নিয়ম অনুযায়ী এরপর তহবিলের ঋণ সহায়তা কার্যক্রম সরকারের গুটিয়ে নেওয়ার কথা। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে সময় ফুরানোর প্রায় আড়াই বছর আগেই গঠিত তহবিলের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি এবং এর ঋণের ইনস্টলমেন্ট বা কিস্তি পরিশোধের সময় ৩ মাসের পরিবর্তে ১ বছর করার প্রস্তাব তুলেছে দেশের মার্চেন্ট ব্যাংকগুলোর জোট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে বিষয়টি বিবেচনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত আবেদনও পাঠানো হয়েছে। দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএমবিএ বলছে, ঋণ পরিশোধে সময় না বাড়ালে টাকা জোগাড়ের জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিতে হবে। অর্থাৎ, শেয়ার বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এতে পুঁজিবাজার আবার নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি মাজেদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, এই ঋণের শর্তই হচ্ছে, পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। এ ধরনের বিনিয়োগ করতে হয় দীর্ঘ মেয়াদে। যার থেকে মুনাফা হলে কেউ কেউ ঋণ শোধ করবে। তবে বিগত সময়ে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসসহ বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির কারণে অনেকের মুনাফা করা সম্ভব হয়ে ওঠেনি। এ জন্য সময় দেওয়া উচিত।
পুঁজিবাজারে ২০১০ সালের ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করতে ২০১৩ সালে ৯০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়। এর নাম দেওয়া হয় ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’। এটি পরিচালনার জন্য একই বছর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি নীতিমালা করে দেয়। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ দেয় সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
তবে এই তহবিল থেকে এখন মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে ঋণ দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে। এই তহবিলকে স্থায়ী করার আবেদন জানিয়েছিল বিএসইসি। কিন্তু তাতে সাড়া দেয়নি অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ে দেওয়া বিএমবিএর চিঠিতে বলা হয়, ঋণ পরিশোধের বাধ্যবাধকতা পূরণের এই বিনিয়োগকৃত তহবিল নগদীকরণ করা হলে তা বাজারে উল্লেখযোগ্য শেয়ারের বিক্রির চাপ তৈরি করবে, যা বাজার পতনের আশঙ্কা আরও বাড়িয়ে দেবে। প্রতিষ্ঠানগুলোতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগ ধরে রাখতে পারলে স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি সম্ভাবনাও সৃষ্টি করবে।
বিএমবিএর সভাপতি জানান, সার্বিক পরিস্থিতির আলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র বিবেচনায় এই তহবিলের ঋণ পরিশোধের সময়সীমা আরও পাঁচ বছর, অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি এবং গ্রেস পিরিয়ড ১ বছর করার অনুরোধ করছি।
এদিকে এই তহবিলের মেয়াদ বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, পুঁজিবাজার ২০ থেকে ২৫ মাস বন্ধের মতোই ছিল। তাই এ ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য মেয়াদ বাড়ানো জরুরি। তবে এই ধরনের ফান্ড গড়ে তোলার চেয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারের তালিকাভুক্তি এবং বিনিয়োগকারী নিয়ে আসার উদ্যোগ গ্রহণ আরও বেশি জরুরি বলে মনে করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন বলেন, এই ধরনের যত তহবিল হয়েছে, সব ফান্ডের উপকারভোগী বড় বিনিয়োগকারীরাই। অনেক প্রতিষ্ঠান এর থেকে ঋণ নিয়ে নামে-বেনামে শেয়ার কিনেছে। তারাই ক্ষতিগ্রস্ত দেখিয়ে ওই সুযোগ নেয়। যার প্রকৃত সুযোগ ক্ষুদ্র বা ক্ষতিগ্রস্তরা কমই পেয়েছে। তহবিলের ঋণ দেওয়ার জায়গায়ও একটা সংস্কার দরকার।

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী সহায়তায় ২০১৩ সালে গঠিত তহবিলের মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ডিসেম্বরে। নিয়ম অনুযায়ী এরপর তহবিলের ঋণ সহায়তা কার্যক্রম সরকারের গুটিয়ে নেওয়ার কথা। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে সময় ফুরানোর প্রায় আড়াই বছর আগেই গঠিত তহবিলের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি এবং এর ঋণের ইনস্টলমেন্ট বা কিস্তি পরিশোধের সময় ৩ মাসের পরিবর্তে ১ বছর করার প্রস্তাব তুলেছে দেশের মার্চেন্ট ব্যাংকগুলোর জোট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে বিষয়টি বিবেচনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত আবেদনও পাঠানো হয়েছে। দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএমবিএ বলছে, ঋণ পরিশোধে সময় না বাড়ালে টাকা জোগাড়ের জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিতে হবে। অর্থাৎ, শেয়ার বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এতে পুঁজিবাজার আবার নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি মাজেদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, এই ঋণের শর্তই হচ্ছে, পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। এ ধরনের বিনিয়োগ করতে হয় দীর্ঘ মেয়াদে। যার থেকে মুনাফা হলে কেউ কেউ ঋণ শোধ করবে। তবে বিগত সময়ে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসসহ বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির কারণে অনেকের মুনাফা করা সম্ভব হয়ে ওঠেনি। এ জন্য সময় দেওয়া উচিত।
পুঁজিবাজারে ২০১০ সালের ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করতে ২০১৩ সালে ৯০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়। এর নাম দেওয়া হয় ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’। এটি পরিচালনার জন্য একই বছর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি নীতিমালা করে দেয়। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ দেয় সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
তবে এই তহবিল থেকে এখন মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে ঋণ দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে। এই তহবিলকে স্থায়ী করার আবেদন জানিয়েছিল বিএসইসি। কিন্তু তাতে সাড়া দেয়নি অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ে দেওয়া বিএমবিএর চিঠিতে বলা হয়, ঋণ পরিশোধের বাধ্যবাধকতা পূরণের এই বিনিয়োগকৃত তহবিল নগদীকরণ করা হলে তা বাজারে উল্লেখযোগ্য শেয়ারের বিক্রির চাপ তৈরি করবে, যা বাজার পতনের আশঙ্কা আরও বাড়িয়ে দেবে। প্রতিষ্ঠানগুলোতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগ ধরে রাখতে পারলে স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি সম্ভাবনাও সৃষ্টি করবে।
বিএমবিএর সভাপতি জানান, সার্বিক পরিস্থিতির আলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র বিবেচনায় এই তহবিলের ঋণ পরিশোধের সময়সীমা আরও পাঁচ বছর, অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি এবং গ্রেস পিরিয়ড ১ বছর করার অনুরোধ করছি।
এদিকে এই তহবিলের মেয়াদ বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, পুঁজিবাজার ২০ থেকে ২৫ মাস বন্ধের মতোই ছিল। তাই এ ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য মেয়াদ বাড়ানো জরুরি। তবে এই ধরনের ফান্ড গড়ে তোলার চেয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারের তালিকাভুক্তি এবং বিনিয়োগকারী নিয়ে আসার উদ্যোগ গ্রহণ আরও বেশি জরুরি বলে মনে করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন বলেন, এই ধরনের যত তহবিল হয়েছে, সব ফান্ডের উপকারভোগী বড় বিনিয়োগকারীরাই। অনেক প্রতিষ্ঠান এর থেকে ঋণ নিয়ে নামে-বেনামে শেয়ার কিনেছে। তারাই ক্ষতিগ্রস্ত দেখিয়ে ওই সুযোগ নেয়। যার প্রকৃত সুযোগ ক্ষুদ্র বা ক্ষতিগ্রস্তরা কমই পেয়েছে। তহবিলের ঋণ দেওয়ার জায়গায়ও একটা সংস্কার দরকার।

সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
২ ঘণ্টা আগে
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৬ ঘণ্টা আগে
ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা ৫০ শতাংশ (শাস্তিমূলক) শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
৮ ঘণ্টা আগে
সৌদি আরবের খনি শিল্পে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’। দেশের চারটি কৌশলগত স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজির বেশি) স্বর্ণের মজুত খুঁজে পাওয়া গেছে।
১১ ঘণ্টা আগে