বিজিএমইএ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পোশাক খাত ইতিহাসের সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। ১৫ শতাংশ সুদে ব্যবসা করা অসম্ভব উল্লেখ করে তাঁরা সরকারকে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার (২৬ মে) রাতে রাজধানীর বিজিএমইএ ভবনে নির্বাচন উপলক্ষে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রার্থী পরিচিতি সভায় সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিকেএমইএর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিকেএমইএর বোর্ড, পোশাকশিল্পের শীর্ষস্থানীয় নেতা এবং নির্বাচনী বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
৩১ মে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে তিনটি প্যানেলে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন করার পর সরকারের কাছে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে ‘কিছু একটা করার’ আহ্বান জানান বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন। তিনি বলেন, ‘১৫ শতাংশ সুদ দিয়ে ব্যবসা করা যায় না। আমরা সংকটের মধ্যে রয়েছি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে কুতুবউদ্দিন বলেন, ‘আপনারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনের আয়োজন করেছেন। দেশি ব্যবসায়ীদের নিয়েও এমন একটা সম্মেলন করেন।’
প্যানেল লিডার ও চৈতি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, ‘পোশাক খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব দরকার। ভোটে জিতলে ক্রেতাদের আস্থা ফেরাতে কাজ করব। সম্মিলিতভাবে কাজ করলে সমস্যার সমাধান করা সম্ভব।’
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আপনারা শুনেছেন, সরকারের এক উপদেষ্টা মালিকদের জেলে পাঠানোর কথা বলেছেন। আমি বলব—যারা অন্যায় করবে, তাদের শাস্তি দিক, তাতে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু কোনো একজন মালিক বিনা অপরাধে কিংবা সার্ভিস বেনিফিটের মতো বিষয়ে জেলে গেলে, আমরা সবাই তাঁর সঙ্গে জেলে যেতে রাজি।’ তিনি নির্বাচনের পর গ্রুপ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
গত শনিবার থেকে শুরু হয় পাঁচ দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রথম তিন দিন ঢাকায়, পরের দুই দিন হবে চট্টগ্রামে।

দেশের পোশাক খাত ইতিহাসের সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। ১৫ শতাংশ সুদে ব্যবসা করা অসম্ভব উল্লেখ করে তাঁরা সরকারকে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার (২৬ মে) রাতে রাজধানীর বিজিএমইএ ভবনে নির্বাচন উপলক্ষে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রার্থী পরিচিতি সভায় সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিকেএমইএর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিকেএমইএর বোর্ড, পোশাকশিল্পের শীর্ষস্থানীয় নেতা এবং নির্বাচনী বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
৩১ মে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে তিনটি প্যানেলে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন করার পর সরকারের কাছে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে ‘কিছু একটা করার’ আহ্বান জানান বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন। তিনি বলেন, ‘১৫ শতাংশ সুদ দিয়ে ব্যবসা করা যায় না। আমরা সংকটের মধ্যে রয়েছি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে কুতুবউদ্দিন বলেন, ‘আপনারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনের আয়োজন করেছেন। দেশি ব্যবসায়ীদের নিয়েও এমন একটা সম্মেলন করেন।’
প্যানেল লিডার ও চৈতি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, ‘পোশাক খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব দরকার। ভোটে জিতলে ক্রেতাদের আস্থা ফেরাতে কাজ করব। সম্মিলিতভাবে কাজ করলে সমস্যার সমাধান করা সম্ভব।’
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আপনারা শুনেছেন, সরকারের এক উপদেষ্টা মালিকদের জেলে পাঠানোর কথা বলেছেন। আমি বলব—যারা অন্যায় করবে, তাদের শাস্তি দিক, তাতে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু কোনো একজন মালিক বিনা অপরাধে কিংবা সার্ভিস বেনিফিটের মতো বিষয়ে জেলে গেলে, আমরা সবাই তাঁর সঙ্গে জেলে যেতে রাজি।’ তিনি নির্বাচনের পর গ্রুপ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
গত শনিবার থেকে শুরু হয় পাঁচ দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রথম তিন দিন ঢাকায়, পরের দুই দিন হবে চট্টগ্রামে।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে