নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যবসাবান্ধব ও সহজতর শুল্কব্যবস্থা গড়ে তুলতে বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন ও কাস্টমস আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় এ-সংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে ‘কাস্টমস আইন-২০২৩’-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক ফাঁকির সীমা বাড়ানো। আগে শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার নিচে হলে শাস্তিমূলক করারোপ হতো না। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে ক্ষুদ্র আমদানিকারকদের হয়রানি কমবে।
বিলম্বে শুল্ক পরিশোধে সুদের নিয়ম পরিমার্জন করা হচ্ছে। বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে সুদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরোপ করা হবে। ফলে ব্যবসায়ীদের জন্য একক নিয়মে সুদ পরিশোধ সহজ হবে।
আমদানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ বা কার্গো ঘোষণায় ভুল থাকলে এখন জরিমানার হার কিছুটা কমানো হচ্ছে। এতে অসাবধানতাজনিত ভুলের জন্য অতিরিক্ত জরিমানা এড়ানো যাবে।
বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রবর্তন করা হচ্ছে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ ব্যবস্থা। এ ব্যবস্থায় একই বন্ড লাইসেন্সের অধীনে একাধিক প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে কাঁচামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে, কাঁচামাল ব্যবস্থাপনা সহজ হবে এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়বে।
বিশেষজ্ঞেরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ডব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে, শুল্কব্যবস্থার জটিলতা কমবে এবং বৈধ আমদানি-রপ্তানিতে উৎসাহ বাড়বে।

ব্যবসাবান্ধব ও সহজতর শুল্কব্যবস্থা গড়ে তুলতে বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন ও কাস্টমস আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় এ-সংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে ‘কাস্টমস আইন-২০২৩’-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক ফাঁকির সীমা বাড়ানো। আগে শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার নিচে হলে শাস্তিমূলক করারোপ হতো না। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে ক্ষুদ্র আমদানিকারকদের হয়রানি কমবে।
বিলম্বে শুল্ক পরিশোধে সুদের নিয়ম পরিমার্জন করা হচ্ছে। বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে সুদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরোপ করা হবে। ফলে ব্যবসায়ীদের জন্য একক নিয়মে সুদ পরিশোধ সহজ হবে।
আমদানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ বা কার্গো ঘোষণায় ভুল থাকলে এখন জরিমানার হার কিছুটা কমানো হচ্ছে। এতে অসাবধানতাজনিত ভুলের জন্য অতিরিক্ত জরিমানা এড়ানো যাবে।
বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রবর্তন করা হচ্ছে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ ব্যবস্থা। এ ব্যবস্থায় একই বন্ড লাইসেন্সের অধীনে একাধিক প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে কাঁচামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে, কাঁচামাল ব্যবস্থাপনা সহজ হবে এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়বে।
বিশেষজ্ঞেরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ডব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে, শুল্কব্যবস্থার জটিলতা কমবে এবং বৈধ আমদানি-রপ্তানিতে উৎসাহ বাড়বে।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৬ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৬ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে