নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে রেকর্ড ১৪ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দুই মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা।
এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই-আগস্ট আয়কর থেকে ১০ হাজার ২ কোটি ৯৩ লাখ টাকা আদায় হয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে ১২ হাজার ৯৬৪ কোটি ৩ লাখ টাকা এবং শুল্ক খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা।
সবমিলিয়ে তিন খাতে জুলাই-আগস্ট মাসে আদায় হয়েছে ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩০ হাজার ১৬০ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে প্রবৃদ্ধি ১৪ দশমিক ৫৫ শতাংশ।
অবশ্য রাজস্ব আদায়ে রেকর্ড হলেও লক্ষ্যমাত্রার (৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা) তুলনায় আদায় ৫ হাজার ২১০ কোটি টাকা কম।
এনবিআরের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্ট) রাজস্ব আদায়ে সাফল্য পাওয়া গেছে তিনটি খাতে। আয়কর, ভ্যাট ও শুল্ক-এই খাতে প্রতিষ্ঠানটির আদায় হয়েছে যথাক্রমে ৫ হাজার ২৭০ কোটি ৮৪ লাখ, ৭ হাজার ২৬৭ কোটি ৩১ লাখ এবং ৬ হাজার ৬৫৬ কোটি ৫০ লাখ টাকা। তিন খাতে আগস্ট মাসে মোট আদায় ১৯ হাজার ১৯৪ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২৪ দশমিক ৫৯ শতাংশ।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগ মিলিয়ে মোট ঘাটতি ছিল ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। তবে দ্বিতীয় মাসে এসে রাজস্ব আদায়ে ২৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা।
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে, ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করছে এনবিআর।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ছে। এর ফলে রাজস্ব আদায় বেড়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এনবিআরের বেশকিছু ইতিবাচক উদ্যোগ রাজস্ব আদায়ের গতিকে বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, এনবিআর ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছর শেষ করেছিল।

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে রেকর্ড ১৪ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দুই মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা।
এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই-আগস্ট আয়কর থেকে ১০ হাজার ২ কোটি ৯৩ লাখ টাকা আদায় হয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে ১২ হাজার ৯৬৪ কোটি ৩ লাখ টাকা এবং শুল্ক খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা।
সবমিলিয়ে তিন খাতে জুলাই-আগস্ট মাসে আদায় হয়েছে ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩০ হাজার ১৬০ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে প্রবৃদ্ধি ১৪ দশমিক ৫৫ শতাংশ।
অবশ্য রাজস্ব আদায়ে রেকর্ড হলেও লক্ষ্যমাত্রার (৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা) তুলনায় আদায় ৫ হাজার ২১০ কোটি টাকা কম।
এনবিআরের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্ট) রাজস্ব আদায়ে সাফল্য পাওয়া গেছে তিনটি খাতে। আয়কর, ভ্যাট ও শুল্ক-এই খাতে প্রতিষ্ঠানটির আদায় হয়েছে যথাক্রমে ৫ হাজার ২৭০ কোটি ৮৪ লাখ, ৭ হাজার ২৬৭ কোটি ৩১ লাখ এবং ৬ হাজার ৬৫৬ কোটি ৫০ লাখ টাকা। তিন খাতে আগস্ট মাসে মোট আদায় ১৯ হাজার ১৯৪ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২৪ দশমিক ৫৯ শতাংশ।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগ মিলিয়ে মোট ঘাটতি ছিল ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। তবে দ্বিতীয় মাসে এসে রাজস্ব আদায়ে ২৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা।
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে, ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করছে এনবিআর।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ছে। এর ফলে রাজস্ব আদায় বেড়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এনবিআরের বেশকিছু ইতিবাচক উদ্যোগ রাজস্ব আদায়ের গতিকে বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, এনবিআর ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছর শেষ করেছিল।

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট মানের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ অর্ধাৎ শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় স্পিনিং শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে এমন
১০ মিনিট আগে
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
২ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৬ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৬ ঘণ্টা আগে