
সময়টা ভালো যাচ্ছে না আদানি গ্রুপের। আদানির মালিকানাধীন একের পর এক প্রতিষ্ঠান লসের মুখে পড়ছে। মিয়ানমার বন্দরে যে বিনিয়োগ করেছিল আদানি গ্রুপ, সেই অর্থও তুলে আনতে পারেনি। বরং বিনিয়োগের চেয়ে কম দামে ৩ কোটি ডলারে মিয়ানমার বন্দর বিক্রি করে দিয়েছে।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড জানিয়েছে, ৩ কোটি ডলারে মিয়ানমার বন্দর বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পে যে বিনিয়োগ করা হয়েছিল, সেটির চেয়ে কম দামেই বন্দর বিক্রি করতে হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২০২২ সালের মে মাসে বন্দর বিক্রির ঘোষণা দেয় আদানি গ্রুপ। মূলত মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন ও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয় আদানি গ্রুপ। তবে প্রকল্পের কাজ শেষ করাসহ কিছু শর্ত পূরণের চ্যালেঞ্জ থাকার কারণে মিয়ানমার বন্দর থেকে বিনিয়োগ গুটিয়ে নিতে বিলম্ব হয়।
২০২১ সালের মে মাসের তথ্যে দেখা যায়, আদানি গ্রুপ জমি বাবদ ৯ কোটি ডলার অগ্রিম পরিশোধসহ ১২ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আদানি গ্রুপ বন্দরে গ্রিনফিল্ড প্রকল্পে ১৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে, যা এখনো চালু হয়নি।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আদানি গ্রুপ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
সম্প্রতি হিনডেনবার্গ কেলেঙ্কারির পর এনডিটিভি ও আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম আকস্মিকভাবে কমতে শুরু করে। হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর পুঁজিবাজারে এনডিটিভির শেয়ারের দাম কমে যায় ৩৩ শতাংশ।

সময়টা ভালো যাচ্ছে না আদানি গ্রুপের। আদানির মালিকানাধীন একের পর এক প্রতিষ্ঠান লসের মুখে পড়ছে। মিয়ানমার বন্দরে যে বিনিয়োগ করেছিল আদানি গ্রুপ, সেই অর্থও তুলে আনতে পারেনি। বরং বিনিয়োগের চেয়ে কম দামে ৩ কোটি ডলারে মিয়ানমার বন্দর বিক্রি করে দিয়েছে।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড জানিয়েছে, ৩ কোটি ডলারে মিয়ানমার বন্দর বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পে যে বিনিয়োগ করা হয়েছিল, সেটির চেয়ে কম দামেই বন্দর বিক্রি করতে হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২০২২ সালের মে মাসে বন্দর বিক্রির ঘোষণা দেয় আদানি গ্রুপ। মূলত মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন ও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয় আদানি গ্রুপ। তবে প্রকল্পের কাজ শেষ করাসহ কিছু শর্ত পূরণের চ্যালেঞ্জ থাকার কারণে মিয়ানমার বন্দর থেকে বিনিয়োগ গুটিয়ে নিতে বিলম্ব হয়।
২০২১ সালের মে মাসের তথ্যে দেখা যায়, আদানি গ্রুপ জমি বাবদ ৯ কোটি ডলার অগ্রিম পরিশোধসহ ১২ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আদানি গ্রুপ বন্দরে গ্রিনফিল্ড প্রকল্পে ১৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে, যা এখনো চালু হয়নি।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আদানি গ্রুপ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
সম্প্রতি হিনডেনবার্গ কেলেঙ্কারির পর এনডিটিভি ও আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম আকস্মিকভাবে কমতে শুরু করে। হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর পুঁজিবাজারে এনডিটিভির শেয়ারের দাম কমে যায় ৩৩ শতাংশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৬ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৯ ঘণ্টা আগে