বিশেষ প্রতিনিধি, ঢাকা

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সংরক্ষণের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানিবিষয়ক আন্তমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন এবং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়ার ওপর গরিব-এতিমের হক রয়েছে। এই মূল্য যেন যথাযথভাবে প্রাপ্ত হয়, সে জন্যই সরকার ৩০ হাজার টন লবণ মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সরবরাহ করবে। চামড়ার সঠিক দাম না পাওয়া পর্যন্ত তারা এটি সংরক্ষণ করতে পারবে।’
বৈঠকের মূল আলোকপাত ছিল কোরবানির চামড়ার সঠিক সংগ্রহ ও সংরক্ষণে করণীয় এবং দাম নিশ্চিত করতে সম্ভাব্য রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়। তবে আজকের বৈঠকে চামড়ার চূড়ান্ত মূল্য নির্ধারিত হয়নি। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার ফের বৈঠক বসবে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বছর চামড়ার দাম গত বছরের তুলনায় বেশি হবে।
উপদেষ্টা আরও জানান, আগে সারা দেশে একযোগে প্রচুর কাঁচা চামড়া বাজারে আসায় সংরক্ষণের অভাবে অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এবার সেই পরিস্থিতি এড়াতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও ভিডিও নির্দেশনা ছড়িয়ে দেওয়া হবে, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজেরাই সংরক্ষণের উদ্যোগ নিতে পারে।
সরকার পশুর হাটের ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দিচ্ছে। বৈঠকে নির্ধারিত হাটের বাইরে পশু কেনাবেচা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হাসিল ৫ শতাংশ থেকে কমানোর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও জানান, যদি চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া যায়, তবে সরকার সরাসরি রপ্তানির পথে হাঁটবে। তিনি বলেন, ‘দাম না পেলে আমরা নিজ উদ্যোগে কাঁচা চামড়া রপ্তানি করব।’
বৈঠকে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সুষ্ঠু বাজার ও পরিবহনের পাশাপাশি এবার দাম নিশ্চিত করা হবে। পশুর প্রতি নিষ্ঠুরতা ও ক্ষতিকর ওষুধ প্রয়োগ রোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ জানান, চাঁদাবাজি দমনে পুলিশ ও হাইওয়ে পুলিশ মাঠে থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও সার্বিক সহায়তা দেবে। গঠিত হবে কেন্দ্রীয় সেল, হটলাইন ও ৯৯৯-এ ফোন করেও অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কোরবানির চামড়া ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের ১৭ সদস্যবিশিষ্ট আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক করা হয় বাণিজ্য উপদেষ্টাকে। কমিটিতে স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ, স্থানীয় সরকার, ধর্ম, সড়ক পরিবহনসহ বিভিন্ন খাতের উপদেষ্টা, সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা আছেন।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে চামড়ার সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ, সঠিক মূল্য নিশ্চিতকরণ ছাড়াও কোরবানির হাট, পশু পরিবহন, পশুর প্রতি নিষ্ঠুরতা রোধ, সাভার চামড়াশিল্প নগরীসহ দেশজুড়ে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থরক্ষায় নির্দেশনা দেওয়া।
আজকের বৈঠকে চামড়ার দামের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হলেও তা চূড়ান্ত হয়নি। তবে আগামীকালের বৈঠকে চামড়ার দাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সংরক্ষণের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানিবিষয়ক আন্তমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন এবং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়ার ওপর গরিব-এতিমের হক রয়েছে। এই মূল্য যেন যথাযথভাবে প্রাপ্ত হয়, সে জন্যই সরকার ৩০ হাজার টন লবণ মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সরবরাহ করবে। চামড়ার সঠিক দাম না পাওয়া পর্যন্ত তারা এটি সংরক্ষণ করতে পারবে।’
বৈঠকের মূল আলোকপাত ছিল কোরবানির চামড়ার সঠিক সংগ্রহ ও সংরক্ষণে করণীয় এবং দাম নিশ্চিত করতে সম্ভাব্য রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়। তবে আজকের বৈঠকে চামড়ার চূড়ান্ত মূল্য নির্ধারিত হয়নি। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার ফের বৈঠক বসবে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বছর চামড়ার দাম গত বছরের তুলনায় বেশি হবে।
উপদেষ্টা আরও জানান, আগে সারা দেশে একযোগে প্রচুর কাঁচা চামড়া বাজারে আসায় সংরক্ষণের অভাবে অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এবার সেই পরিস্থিতি এড়াতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও ভিডিও নির্দেশনা ছড়িয়ে দেওয়া হবে, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজেরাই সংরক্ষণের উদ্যোগ নিতে পারে।
সরকার পশুর হাটের ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দিচ্ছে। বৈঠকে নির্ধারিত হাটের বাইরে পশু কেনাবেচা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হাসিল ৫ শতাংশ থেকে কমানোর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও জানান, যদি চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া যায়, তবে সরকার সরাসরি রপ্তানির পথে হাঁটবে। তিনি বলেন, ‘দাম না পেলে আমরা নিজ উদ্যোগে কাঁচা চামড়া রপ্তানি করব।’
বৈঠকে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সুষ্ঠু বাজার ও পরিবহনের পাশাপাশি এবার দাম নিশ্চিত করা হবে। পশুর প্রতি নিষ্ঠুরতা ও ক্ষতিকর ওষুধ প্রয়োগ রোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ জানান, চাঁদাবাজি দমনে পুলিশ ও হাইওয়ে পুলিশ মাঠে থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও সার্বিক সহায়তা দেবে। গঠিত হবে কেন্দ্রীয় সেল, হটলাইন ও ৯৯৯-এ ফোন করেও অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কোরবানির চামড়া ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের ১৭ সদস্যবিশিষ্ট আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক করা হয় বাণিজ্য উপদেষ্টাকে। কমিটিতে স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ, স্থানীয় সরকার, ধর্ম, সড়ক পরিবহনসহ বিভিন্ন খাতের উপদেষ্টা, সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা আছেন।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে চামড়ার সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ, সঠিক মূল্য নিশ্চিতকরণ ছাড়াও কোরবানির হাট, পশু পরিবহন, পশুর প্রতি নিষ্ঠুরতা রোধ, সাভার চামড়াশিল্প নগরীসহ দেশজুড়ে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থরক্ষায় নির্দেশনা দেওয়া।
আজকের বৈঠকে চামড়ার দামের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হলেও তা চূড়ান্ত হয়নি। তবে আগামীকালের বৈঠকে চামড়ার দাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
২ মিনিট আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৭ মিনিট আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৩ ঘণ্টা আগে
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৮ ঘণ্টা আগে