Ajker Patrika

কৃষকবান্ধব প্রতিষ্ঠান বিএডিসিকে আরও এগিয়ে নিতে হবে

কৃষকবান্ধব প্রতিষ্ঠান বিএডিসিকে আরও এগিয়ে নিতে হবে

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকৌশলী ও কর্মকর্তাদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএডিসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রকল্পের প্রধান দপ্তর পাবনায় সেচ ভবনে ৪ মে থেকে ৮ মে পর্যন্ত ইজিপি/পিপিআর দক্ষতাবিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে প্রকল্প পরিচালক মাহমুদ হাসান খান বলেন, ‘১৯৯৮ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত প্রকল্পটির মাধ্যমে এ অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনা উন্নয়নে রয়েছে ঐতিহাসিক ভিত্তি।’

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিবসে ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান (গ্রেড-১) বলেন, বিএডিসি নিয়মিতভাবে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এটি একটি কৃষকবান্ধব প্রতিষ্ঠান।

পানাসি প্রকল্প প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে এটি তাৎপর্যপূর্ণ। এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকেরা উপকৃত হয়েছেন। তিনি সব অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিএডিসির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত