Ajker Patrika

আগের সূচিতে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের সূচিতে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার

সরকারি অফিস-আদালতের মতো ব্যাংক ও পুঁজিবাজারের কর্মসূচিও চলবে আগের নিয়মে। আজ বুধবার থেকে দেশের সব ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে। অন্যদিকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কর্মঘণ্টা হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন করা যাবে বিকেল ৪টা পর্যন্ত। 

পাঁচ দিন সীমিত সময়ে লেনদেনের পর পুঁজিবাজারও স্বাভাবিক সূচিতে ফিরছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে আড়াইটা পর্যন্ত। এর মধ্যে শেষের ১০ মিনিট থাকবে ক্লোজিং সেশন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি। 
কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। ব্যাংক ও পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়। ওই দফায় দুই দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলে। আর পুঁজিবাজারে লেনদেন চলে বেলা ২টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত