নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৫ দশমিক ৮৮ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১০৩ দশমিক ৩৪ টাকা।
সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৩৯১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৪০ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৩৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৩৯১ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৪৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৩৮ টাকা; ১৬ কেজি ১ হাজার ৮৫৪ টাকা; ১৮ কেজি ২ হাজার ৮৬ টাকা; ২০ কেজি ২ হাজার ৩১৮ টাকা; ২২ কেজি ২ হাজার ৫৪৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৮৯৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৪৭৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৮২৪ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৫৫ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ২১৫ টাকা।
সবশেষ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে গত বছরের ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:

ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৫ দশমিক ৮৮ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১০৩ দশমিক ৩৪ টাকা।
সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৩৯১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৪০ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৩৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৩৯১ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৪৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৩৮ টাকা; ১৬ কেজি ১ হাজার ৮৫৪ টাকা; ১৮ কেজি ২ হাজার ৮৬ টাকা; ২০ কেজি ২ হাজার ৩১৮ টাকা; ২২ কেজি ২ হাজার ৫৪৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৮৯৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৪৭৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৮২৪ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৫৫ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ২১৫ টাকা।
সবশেষ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে গত বছরের ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৪ ঘণ্টা আগে