
প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, গতি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ব্যবসার পরিবেশ নিশ্চিতে বিদ্যমান আর্থিক খাত, প্রাতিষ্ঠানিক ও নীতি-কাঠামোর সংস্কারের তাগিদ দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার জাপান।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অর্থ ও বাণিজ্য ড. উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় মতবিনিময়ের সময় জাপান সরকারের এ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
মতবিনিময় শেষে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, ‘দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ চুক্তির বিষয়টি উঠে এসেছে। এ সময় রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বেসরকারি খাতে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে তাঁদের বিনিয়োগ করার কথা বলেছি। এর জবাবে তাঁরা দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে কিছু কিছু সংস্কারবিষয়ক কথা বলেছেন। ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমসসহ বিভিন্ন সংস্থার সংস্কার। তাঁরা চাচ্ছেন এদেশে ব্যবসার একটা সুষ্ঠু পরিবেশ।’ আমি বলেছি, ‘অন্তর্বর্তী সরকার ইমিডিয়েটলি এগুলোর সংস্কার কাজ শুরু করবে।’
এ সময় বর্তমান (অন্তর্বর্তী) সরকারের গ্রহণযোগ্যতার বিষয়ে জাপান সরকারের মনোভাবের কথা জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘তাঁরা জানিয়েছেন, আমরা আপনাদের ব্যাপারে হ্যাপি। বলেছেন, আমরা মনে করি এখন যাঁরা লিডারশিপে আছেন, দিজ আর গুড হ্যান্ড।’
অর্থ উপদেষ্টা দাবি করেন, ‘তাঁদের (জাপান) ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। তাঁরা মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ। তাই দেশটির অর্থায়নে যেসব প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, সেগুলো চলমান থাকবে। পাশাপাশি ভবিষ্যতে তাঁরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করার বিষয়ে আশ্বস্ত করেছেন।

প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, গতি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ব্যবসার পরিবেশ নিশ্চিতে বিদ্যমান আর্থিক খাত, প্রাতিষ্ঠানিক ও নীতি-কাঠামোর সংস্কারের তাগিদ দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার জাপান।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অর্থ ও বাণিজ্য ড. উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় মতবিনিময়ের সময় জাপান সরকারের এ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
মতবিনিময় শেষে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, ‘দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ চুক্তির বিষয়টি উঠে এসেছে। এ সময় রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বেসরকারি খাতে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে তাঁদের বিনিয়োগ করার কথা বলেছি। এর জবাবে তাঁরা দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে কিছু কিছু সংস্কারবিষয়ক কথা বলেছেন। ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমসসহ বিভিন্ন সংস্থার সংস্কার। তাঁরা চাচ্ছেন এদেশে ব্যবসার একটা সুষ্ঠু পরিবেশ।’ আমি বলেছি, ‘অন্তর্বর্তী সরকার ইমিডিয়েটলি এগুলোর সংস্কার কাজ শুরু করবে।’
এ সময় বর্তমান (অন্তর্বর্তী) সরকারের গ্রহণযোগ্যতার বিষয়ে জাপান সরকারের মনোভাবের কথা জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘তাঁরা জানিয়েছেন, আমরা আপনাদের ব্যাপারে হ্যাপি। বলেছেন, আমরা মনে করি এখন যাঁরা লিডারশিপে আছেন, দিজ আর গুড হ্যান্ড।’
অর্থ উপদেষ্টা দাবি করেন, ‘তাঁদের (জাপান) ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। তাঁরা মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ। তাই দেশটির অর্থায়নে যেসব প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, সেগুলো চলমান থাকবে। পাশাপাশি ভবিষ্যতে তাঁরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করার বিষয়ে আশ্বস্ত করেছেন।

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
৪ ঘণ্টা আগে
অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
১৭ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
১৯ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
২১ ঘণ্টা আগে