নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের উত্তাপ শুরু হচ্ছে। এ সময়ে সাধারণত সরকার জনতুষ্টির প্রকল্পে বরাদ্দ ও ব্যয় বাড়িয়ে থাকে। তবে এবার ঘটছে উল্টো। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি—এডিপির বাস্তবায়ন খুবই হতাশাজনক। এ সময়ে বাস্তবায়নের হার মাত্র সাড়ে ৭ শতাংশ। আর আগে ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন গত ৮ বছরের মধ্যে কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থ খরচে সরকার কৃচ্ছ্রসাধন করছে। ডলারের বাড়তি দরসহ নানা কারণে অর্থনৈতিকভাবে সরকার বেশ চাপের মধ্যে রয়েছে। অতিগুরুত্বপূর্ণ প্রকল্প ছাড়া অর্থছাড় কমানো হয়েছে। জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ার ফলে মূল্যস্ফীতি প্রায় ২ অঙ্কের ঘরে। একে কোনোভাবেই সহনীয় রাখা যাচ্ছে না। সরকার চায়, খরচের মাত্রা কমাতে। তাই নির্বাচনের বছর হওয়া সত্ত্বেও জনতুষ্টির প্রকল্পে অর্থছাড় সীমিত রাখা হয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, নির্বাচনের আগে আগে মানুষকে খুশি করতে সরকার সাধারণত জনতুষ্টির প্রকল্পে অর্থছাড় করে। তবে এবার হয়তো ব্যতিক্রম। কারণ সরকারের হাতে তহবিল-সংকট রয়েছে। রাজস্ব আয় ঠিকমতো হচ্ছে না।
লারের উচ্চমূল্যও চাপ সৃষ্টি করেছে। তা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও একটা ব্যাপার হতে পারে। আবার উন্নয়ন কর্মসূচির ধীরগতির আরেকটি কারণ হলো বাস্তবায়নে অদক্ষতা। এটা রীতিতে পরিণত হয়েছে। কাজের মান খারাপ হওয়া আর বাস্তবায়নে পিছিয়ে থাকা অনেকটা দক্ষতারও বিষয়।

নির্বাচনের উত্তাপ শুরু হচ্ছে। এ সময়ে সাধারণত সরকার জনতুষ্টির প্রকল্পে বরাদ্দ ও ব্যয় বাড়িয়ে থাকে। তবে এবার ঘটছে উল্টো। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি—এডিপির বাস্তবায়ন খুবই হতাশাজনক। এ সময়ে বাস্তবায়নের হার মাত্র সাড়ে ৭ শতাংশ। আর আগে ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন গত ৮ বছরের মধ্যে কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থ খরচে সরকার কৃচ্ছ্রসাধন করছে। ডলারের বাড়তি দরসহ নানা কারণে অর্থনৈতিকভাবে সরকার বেশ চাপের মধ্যে রয়েছে। অতিগুরুত্বপূর্ণ প্রকল্প ছাড়া অর্থছাড় কমানো হয়েছে। জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ার ফলে মূল্যস্ফীতি প্রায় ২ অঙ্কের ঘরে। একে কোনোভাবেই সহনীয় রাখা যাচ্ছে না। সরকার চায়, খরচের মাত্রা কমাতে। তাই নির্বাচনের বছর হওয়া সত্ত্বেও জনতুষ্টির প্রকল্পে অর্থছাড় সীমিত রাখা হয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, নির্বাচনের আগে আগে মানুষকে খুশি করতে সরকার সাধারণত জনতুষ্টির প্রকল্পে অর্থছাড় করে। তবে এবার হয়তো ব্যতিক্রম। কারণ সরকারের হাতে তহবিল-সংকট রয়েছে। রাজস্ব আয় ঠিকমতো হচ্ছে না।
লারের উচ্চমূল্যও চাপ সৃষ্টি করেছে। তা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও একটা ব্যাপার হতে পারে। আবার উন্নয়ন কর্মসূচির ধীরগতির আরেকটি কারণ হলো বাস্তবায়নে অদক্ষতা। এটা রীতিতে পরিণত হয়েছে। কাজের মান খারাপ হওয়া আর বাস্তবায়নে পিছিয়ে থাকা অনেকটা দক্ষতারও বিষয়।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৩ ঘণ্টা আগে
ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা ৫০ শতাংশ (শাস্তিমূলক) শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের খনি শিল্পে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’। দেশের চারটি কৌশলগত স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজির বেশি) স্বর্ণের মজুত খুঁজে পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
‘আমরা বিশ্বকে সেভাবেই গ্রহণ করি, যেভাবে বর্তমানে আছে; আমাদের ইচ্ছেমতো বদলে নিয়ে নয়।’ —কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই একটি বাক্যই এখন দেশটির নতুন পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। গত শুক্রবার বেইজিংয়ের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য...
৯ ঘণ্টা আগে