নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের বাজেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই দুই পায়ের ওপর দাঁড়ানো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। এবারের বাজেট বক্তৃতার শিরোনামটিই প্রতারণামূলক বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে ‘বাজেট: দেড় দশকের অভিজ্ঞতা ও অর্থনীতির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণতান্ত্রিক অধিকার কমিটি এই সভার আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, ‘অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে বহু উদ্যোক্তা তৈরি হয়েছিল। তাদের ওপর এবার নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। ফ্রিল্যান্স আইটি খাতে যেসব তরুণ কাজ করছে, তাদের ওপরও চাপ বাড়ানো হয়েছে। আইএমএফ চাচ্ছে, ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়াতে। এর ফলে এই উদ্যোক্তারা চাপে পড়ছে।’
এই অর্থনীতিবিদ বলেন, ‘অন্যদিকে ট্রাম্পকে খুশি করতে বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অস্ত্র আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে শূন্য শতাংশে নামানো হয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ওপর ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়েছে। এতে সরকারের আয় কমে গেছে। ঘাটতি পূরণে আবার দেশীয় শিল্পের ওপর কর চাপানো হয়েছে। জনগণের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।’
দেশের জ্বালানি প্রকল্পগুলোতে সম্পদ ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মনে করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদ।
তিনি বলেন, ‘বাজেটে আয়ের জন্য ভ্যাট-ট্যাক্স বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হবে। মাগুরছড়া ও টেংরাটিলায় গ্যাস বিস্ফোরণে সম্পদ ও প্রাণ-প্রকৃতি ধ্বংসে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আদায়ে কোনো সরকারই চেষ্টা করেনি। এই ক্ষতিপূরণ আদায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু বাজেটে এ ধরনের কোনো পরিকল্পনা নেই।’
আনু মুহাম্মদ বলেন, ‘এবারের বাজেটে দেখা যাচ্ছে, সুদ সর্বোচ্চ পর্যায়ে আছে। এটা যদিও বর্তমান সরকারের দোষ নয়। এটার জন্য আগের সরকারই দায়ী। তবে সরকার যদি ঋণ নির্ভরতা কমাতে চায়, তাহলে তাকে জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। অথচ বাজেটে এসব বিষয়ে কোনো পরিকল্পনা নেই। এর পরিবর্তে আইএমএফের প্রভাবে নীতিগত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আসলে অর্থনৈতিক দাসত্বকে দীর্ঘায়িত করবে।’
আলোচনা সভায় এবারের বাজেট বক্তৃতার শিরোনামটিও প্রতারণামূলক বলে সমালোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, এবারের বাজেটের সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে তার শিরোনাম। উপরিভাগে বলা হয়েছে, ‘উন্নয়ন’, ‘জননিরাপত্তা’, ‘শিক্ষা ও প্রশিক্ষণ’। কিন্তু ভেতরে আছে ঋণ, নিপীড়ন, অপচয় এবং পরিবেশ ধ্বংস। এমন অস্বচ্ছতা এবং প্রতারণার চিত্র অব্যাহত থাকবে-এটা আমরা চাই না।
এবারের বাজেটের মধ্য দিয়ে দেশের আমলাতন্ত্র, বিশ্বব্যাংক, আইএমএফ এবং ট্রাম্প প্রশাসনই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে বলে মনে করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন—ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) অধ্যাপক ড. গোলাম রসুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহা মির্জা, চিকিৎসক অধ্যাপক হারুণ অর রশীদ, লেখক ও গবেষক কল্লোল মোস্তফা প্রমুখ।

এবারের বাজেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই দুই পায়ের ওপর দাঁড়ানো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। এবারের বাজেট বক্তৃতার শিরোনামটিই প্রতারণামূলক বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে ‘বাজেট: দেড় দশকের অভিজ্ঞতা ও অর্থনীতির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণতান্ত্রিক অধিকার কমিটি এই সভার আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, ‘অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে বহু উদ্যোক্তা তৈরি হয়েছিল। তাদের ওপর এবার নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। ফ্রিল্যান্স আইটি খাতে যেসব তরুণ কাজ করছে, তাদের ওপরও চাপ বাড়ানো হয়েছে। আইএমএফ চাচ্ছে, ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়াতে। এর ফলে এই উদ্যোক্তারা চাপে পড়ছে।’
এই অর্থনীতিবিদ বলেন, ‘অন্যদিকে ট্রাম্পকে খুশি করতে বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অস্ত্র আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে শূন্য শতাংশে নামানো হয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ওপর ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়েছে। এতে সরকারের আয় কমে গেছে। ঘাটতি পূরণে আবার দেশীয় শিল্পের ওপর কর চাপানো হয়েছে। জনগণের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।’
দেশের জ্বালানি প্রকল্পগুলোতে সম্পদ ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মনে করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদ।
তিনি বলেন, ‘বাজেটে আয়ের জন্য ভ্যাট-ট্যাক্স বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হবে। মাগুরছড়া ও টেংরাটিলায় গ্যাস বিস্ফোরণে সম্পদ ও প্রাণ-প্রকৃতি ধ্বংসে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আদায়ে কোনো সরকারই চেষ্টা করেনি। এই ক্ষতিপূরণ আদায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু বাজেটে এ ধরনের কোনো পরিকল্পনা নেই।’
আনু মুহাম্মদ বলেন, ‘এবারের বাজেটে দেখা যাচ্ছে, সুদ সর্বোচ্চ পর্যায়ে আছে। এটা যদিও বর্তমান সরকারের দোষ নয়। এটার জন্য আগের সরকারই দায়ী। তবে সরকার যদি ঋণ নির্ভরতা কমাতে চায়, তাহলে তাকে জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। অথচ বাজেটে এসব বিষয়ে কোনো পরিকল্পনা নেই। এর পরিবর্তে আইএমএফের প্রভাবে নীতিগত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আসলে অর্থনৈতিক দাসত্বকে দীর্ঘায়িত করবে।’
আলোচনা সভায় এবারের বাজেট বক্তৃতার শিরোনামটিও প্রতারণামূলক বলে সমালোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, এবারের বাজেটের সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে তার শিরোনাম। উপরিভাগে বলা হয়েছে, ‘উন্নয়ন’, ‘জননিরাপত্তা’, ‘শিক্ষা ও প্রশিক্ষণ’। কিন্তু ভেতরে আছে ঋণ, নিপীড়ন, অপচয় এবং পরিবেশ ধ্বংস। এমন অস্বচ্ছতা এবং প্রতারণার চিত্র অব্যাহত থাকবে-এটা আমরা চাই না।
এবারের বাজেটের মধ্য দিয়ে দেশের আমলাতন্ত্র, বিশ্বব্যাংক, আইএমএফ এবং ট্রাম্প প্রশাসনই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে বলে মনে করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন—ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) অধ্যাপক ড. গোলাম রসুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহা মির্জা, চিকিৎসক অধ্যাপক হারুণ অর রশীদ, লেখক ও গবেষক কল্লোল মোস্তফা প্রমুখ।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৫ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৫ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৫ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৮ ঘণ্টা আগে