নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও বড় অংশীদার। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী করোনার সময়েও বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় সাপ্লাই চেইন চালু রেখে সহযোগিতা করেছে চীন।
আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইআরএফ আয়োজিত ‘বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অন বাইলেটারেল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড চায়না’ শীর্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য কূটনীতি এখন বেশ গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য প্রতিটি দেশ এখন কূটনীতিকে ব্যবহার করছে। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো পর্যায়ে রয়েছে।
ইআরএফ এর উদ্যোগের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রচারমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। আগামী দিনগুলোতেও দেশের স্বার্থে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্বশীল রিপোর্টিং এর জন্য যারা আজ পুরস্কৃত হচ্ছেন তাঁরা আগামীতে আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন। দেশের উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে বাংলাদেশ-চীন সম্পর্কিত বিষয়ক কয়েকটি ক্যাটাগরিতে বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, দ্যা বিজনেস স্টান্ডার্ড-এর আবুল কাশেম, নিউ এইজের সাখাওয়াত হোসেন, ডেইলি স্টারের আহসান হাবিব, আলোকিত বাংলাদেশের মৌসুমী ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের এ জেড এম আনাস (মরণোত্তর), যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন ও মাসুদুজ্জামান রবিন, নিউজ-২৪ এর বাবু কামরুজ্জামান, গাজী টিভির তৌহিদুল ইসলাম রানা।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিসিসিসিআই এর প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা, ইআরএফ সভাপতি শারমিন রিনভি, ইআরএফ এর জেনারেল সেক্রেটারি এস এম রাশেদুল ইসলাম, বিসিসিসিআই এর মহাসচিব মো. শাহজাহান মৃধা বেনু এবং ইআরএফ এর নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম কাদির উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও বড় অংশীদার। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী করোনার সময়েও বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় সাপ্লাই চেইন চালু রেখে সহযোগিতা করেছে চীন।
আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইআরএফ আয়োজিত ‘বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অন বাইলেটারেল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড চায়না’ শীর্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য কূটনীতি এখন বেশ গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য প্রতিটি দেশ এখন কূটনীতিকে ব্যবহার করছে। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো পর্যায়ে রয়েছে।
ইআরএফ এর উদ্যোগের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রচারমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। আগামী দিনগুলোতেও দেশের স্বার্থে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্বশীল রিপোর্টিং এর জন্য যারা আজ পুরস্কৃত হচ্ছেন তাঁরা আগামীতে আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন। দেশের উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে বাংলাদেশ-চীন সম্পর্কিত বিষয়ক কয়েকটি ক্যাটাগরিতে বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, দ্যা বিজনেস স্টান্ডার্ড-এর আবুল কাশেম, নিউ এইজের সাখাওয়াত হোসেন, ডেইলি স্টারের আহসান হাবিব, আলোকিত বাংলাদেশের মৌসুমী ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের এ জেড এম আনাস (মরণোত্তর), যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন ও মাসুদুজ্জামান রবিন, নিউজ-২৪ এর বাবু কামরুজ্জামান, গাজী টিভির তৌহিদুল ইসলাম রানা।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিসিসিসিআই এর প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা, ইআরএফ সভাপতি শারমিন রিনভি, ইআরএফ এর জেনারেল সেক্রেটারি এস এম রাশেদুল ইসলাম, বিসিসিসিআই এর মহাসচিব মো. শাহজাহান মৃধা বেনু এবং ইআরএফ এর নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম কাদির উপস্থিত ছিলেন।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
২ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১০ ঘণ্টা আগে