নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির কারণেই সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় সংকোচন নীতি অবলম্বনের পথে হাঁটছে। উৎপাদন ব্যয় কমানো হবে ১০ শতাংশ। আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতিকে সচল রাখতে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই খাতে ভর্তুকির পরিমাণ কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ১০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যুৎ খাতের ব্যয় কমানোর ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুতের ব্যয় কমাতে এনার্জি অডিট করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাজেট ধরা হয়েছে ২২ হাজার ৩৭০ কোটি টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর বাজেট ২০৪ কোটি টাকা কম। গত বছর বিদ্যুৎ খাতের বাজেট ছিল ২২ হাজার ৫৭৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট ধরা হয়েছে ২ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থবছরের দ্বিগুণ। ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল ৯৬৯ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে এই বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এর আগে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির কারণেই সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় সংকোচন নীতি অবলম্বনের পথে হাঁটছে। উৎপাদন ব্যয় কমানো হবে ১০ শতাংশ। আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতিকে সচল রাখতে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই খাতে ভর্তুকির পরিমাণ কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ১০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যুৎ খাতের ব্যয় কমানোর ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুতের ব্যয় কমাতে এনার্জি অডিট করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাজেট ধরা হয়েছে ২২ হাজার ৩৭০ কোটি টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর বাজেট ২০৪ কোটি টাকা কম। গত বছর বিদ্যুৎ খাতের বাজেট ছিল ২২ হাজার ৫৭৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট ধরা হয়েছে ২ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থবছরের দ্বিগুণ। ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল ৯৬৯ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে এই বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এর আগে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন।
২ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
সোনার দাম ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি ৪ হাজার ৮০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সুদের হার কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলের ক্রয়।
৬ ঘণ্টা আগে
‘কয়েক বছর আগেও আমাদের গ্রামে অপরাজিতা ফুলের গাছ লতানো ফুল গাছের লতা ছাড়া আর কিছুই ছিল না।’ গাছ থেকে নীল রঙের এই মনোমুগ্ধকর ফুলটি তুলতে তুলতে বলছিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আনথাইগ্লাও গ্রামের বাসিন্দা নীলাম ব্রহ্মা।
১০ ঘণ্টা আগে