আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১২ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
১৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১৬ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে