আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১৪ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১৪ ঘণ্টা আগে