নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডলার রেট বাজারভিত্তিক করার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সর্বদা তৎপর বলে জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান ক্রিস পাপাজর্জিও। তিনি বলেছেন, ‘আমরা খুব কাছ থেকে ডলার রেট মনিটরিং করছি। বর্তমানে ডলারের বাজারে অনেকটা স্থিতিশীলতা ফিরে এসেছে।’
গতকাল রোববার অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রিস পাপাজর্জিও। ডলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সংকটকালে ক্রলিং পেগ পদ্ধতিতে এক্সচেঞ্জ রেট পরিচালনা করেছিল। পরে তা কিছুটা বাজারের ওপর ছেড়ে দেয়। কিন্তু সম্প্রতি পুরোপুরি বাজারে ওপর ছেড়ে দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে জানিয়ে আইএমএফের এই কর্মকর্তা বলেন, ‘এর একটা বড় প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। এতে অর্থনৈতিক অস্থিতিশীলতা উসকে দেবে; যা কোনোভাবে কাম্য নয়। অর্থনীতির স্বার্থে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন দ্রুত সময়ে অবসান ঘটাতে হবে।’
এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, রাজস্ব আদায়ে অনেকটা পিছিয়ে রয়েছে এনবিআর। যদি অচলাবস্থার অবসান না ঘটে, তবে লক্ষ্যমাফিক রাজস্ব আদায় করা যাবে না। এটা বাজেট বাস্তবায়নকে ঝুঁকির দিকে ঠেলে দেবে। দেশের কল্যাণে এনবিআর বিলুপ্ত করা জরুরি। তবে নতুন করে সৃষ্টি হওয়া দুই বিভাগের মধ্যে সমন্বয় লাগবে; যা রাজস্ব আদায়ে সহায়ক হবে। তখন দেশে স্থিতিশীলতা আসবে।
এনবিআরের সংস্কার-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, এনবিআরের সংস্কারের বিষয়ে বারবার তাগাদা দিয়েছে আইএমএফ। সে জন্য জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের অনুপাত বৃদ্ধি করতে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। করছাড় বন্ধ করতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে বলা হয়েছে। এনবিআরের আইন প্রণয়ন ও রাজস্ব আদায়ে পৃথক বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার সেটা করেছে; যার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

দেশে ডলার রেট বাজারভিত্তিক করার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সর্বদা তৎপর বলে জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান ক্রিস পাপাজর্জিও। তিনি বলেছেন, ‘আমরা খুব কাছ থেকে ডলার রেট মনিটরিং করছি। বর্তমানে ডলারের বাজারে অনেকটা স্থিতিশীলতা ফিরে এসেছে।’
গতকাল রোববার অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রিস পাপাজর্জিও। ডলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সংকটকালে ক্রলিং পেগ পদ্ধতিতে এক্সচেঞ্জ রেট পরিচালনা করেছিল। পরে তা কিছুটা বাজারের ওপর ছেড়ে দেয়। কিন্তু সম্প্রতি পুরোপুরি বাজারে ওপর ছেড়ে দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে জানিয়ে আইএমএফের এই কর্মকর্তা বলেন, ‘এর একটা বড় প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। এতে অর্থনৈতিক অস্থিতিশীলতা উসকে দেবে; যা কোনোভাবে কাম্য নয়। অর্থনীতির স্বার্থে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন দ্রুত সময়ে অবসান ঘটাতে হবে।’
এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, রাজস্ব আদায়ে অনেকটা পিছিয়ে রয়েছে এনবিআর। যদি অচলাবস্থার অবসান না ঘটে, তবে লক্ষ্যমাফিক রাজস্ব আদায় করা যাবে না। এটা বাজেট বাস্তবায়নকে ঝুঁকির দিকে ঠেলে দেবে। দেশের কল্যাণে এনবিআর বিলুপ্ত করা জরুরি। তবে নতুন করে সৃষ্টি হওয়া দুই বিভাগের মধ্যে সমন্বয় লাগবে; যা রাজস্ব আদায়ে সহায়ক হবে। তখন দেশে স্থিতিশীলতা আসবে।
এনবিআরের সংস্কার-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, এনবিআরের সংস্কারের বিষয়ে বারবার তাগাদা দিয়েছে আইএমএফ। সে জন্য জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের অনুপাত বৃদ্ধি করতে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। করছাড় বন্ধ করতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে বলা হয়েছে। এনবিআরের আইন প্রণয়ন ও রাজস্ব আদায়ে পৃথক বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার সেটা করেছে; যার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৪ মিনিট আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৯ মিনিট আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৩ ঘণ্টা আগে
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৮ ঘণ্টা আগে