নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আর সময় দেবে না বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির দায়িত্বও আর নেবেন না তাঁরা। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স বিষয়ক এক সভা শেষে এ কথা জানান ডিজিটাল ই-কমার্সের প্রধান, মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।
সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
ইভ্যালির বিষয়ে হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা করতে পারেননি। মার্চেন্টের পাওনাও তাঁরা পরিশোধ করেননি। এছাড়া তিন দফায় মন্ত্রণালয় ইভ্যালির কাছ থেকে আর্থিক বিবরণী সংক্রান্ত যে তথ্য চেয়েছে, তার জবাব তাঁরা দিয়েছেন। কিন্তু ইভ্যালির দেওয়া জবাব এবং মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য-উপাত্ত মিলছে না।
ইভ্যালি ভুল তথ্য দিয়েছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এটা এক ধরনের প্রতারণা। ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আগেও চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না। এ বিষয়ে ই-কমার্স বিষয়ক কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।
ই-কমার্স বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটিতে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ই-ক্যাব প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আর সময় দেবে না বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির দায়িত্বও আর নেবেন না তাঁরা। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স বিষয়ক এক সভা শেষে এ কথা জানান ডিজিটাল ই-কমার্সের প্রধান, মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।
সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
ইভ্যালির বিষয়ে হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা করতে পারেননি। মার্চেন্টের পাওনাও তাঁরা পরিশোধ করেননি। এছাড়া তিন দফায় মন্ত্রণালয় ইভ্যালির কাছ থেকে আর্থিক বিবরণী সংক্রান্ত যে তথ্য চেয়েছে, তার জবাব তাঁরা দিয়েছেন। কিন্তু ইভ্যালির দেওয়া জবাব এবং মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য-উপাত্ত মিলছে না।
ইভ্যালি ভুল তথ্য দিয়েছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এটা এক ধরনের প্রতারণা। ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আগেও চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না। এ বিষয়ে ই-কমার্স বিষয়ক কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।
ই-কমার্স বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটিতে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ই-ক্যাব প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৪ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৬ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে