Ajker Patrika

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আসা ৩২ হাজার টন চাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮: ৫০
মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আসা ৩২ হাজার টন চাল
মোংলা বন্দরে ভেড়া ভারত থেকে আসা চালবাহী জাহাজ। ছবি: আজকের পত্রিকা

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আমদানি করা ৩২ হাজার ৫৯৩ টন সরকারি চাল। গতকাল সোমবার দুপুর থেকে বন্দরের হাড়বাড়িয়া-১-এ অবস্থানরত এমভি হোয়াং এনহ-০৯ এবং বেসক্রিক-৫ নম্বরে থাকা এমভি ট্রাংক এন-০৮ নামের দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু হয়।

এর আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চালবোঝাই জাহাজ দুটি ১৪ জুন মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে ২ লাখ ৪৭৭ টন চাল খালাস করা হয়েছে।

চাল আমদানির অংশ হিসেবে প্রথম ২০ জানুয়ারি ভারত থেকে চাল আসে মোংলায়। ওই চালান ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ টন।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের ২৫তম চালান। দুটি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, ১৮ জুন আরও ১১ হাজার ৫০০ টন চালের ২৬তম চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়বে এমভি পাইওনিয়র জাহাজ।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত