মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আমদানি করা ৩২ হাজার ৫৯৩ টন সরকারি চাল। গতকাল সোমবার দুপুর থেকে বন্দরের হাড়বাড়িয়া-১-এ অবস্থানরত এমভি হোয়াং এনহ-০৯ এবং বেসক্রিক-৫ নম্বরে থাকা এমভি ট্রাংক এন-০৮ নামের দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু হয়।
এর আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চালবোঝাই জাহাজ দুটি ১৪ জুন মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে ২ লাখ ৪৭৭ টন চাল খালাস করা হয়েছে।
চাল আমদানির অংশ হিসেবে প্রথম ২০ জানুয়ারি ভারত থেকে চাল আসে মোংলায়। ওই চালান ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ টন।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের ২৫তম চালান। দুটি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, ১৮ জুন আরও ১১ হাজার ৫০০ টন চালের ২৬তম চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়বে এমভি পাইওনিয়র জাহাজ।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আমদানি করা ৩২ হাজার ৫৯৩ টন সরকারি চাল। গতকাল সোমবার দুপুর থেকে বন্দরের হাড়বাড়িয়া-১-এ অবস্থানরত এমভি হোয়াং এনহ-০৯ এবং বেসক্রিক-৫ নম্বরে থাকা এমভি ট্রাংক এন-০৮ নামের দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু হয়।
এর আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চালবোঝাই জাহাজ দুটি ১৪ জুন মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে ২ লাখ ৪৭৭ টন চাল খালাস করা হয়েছে।
চাল আমদানির অংশ হিসেবে প্রথম ২০ জানুয়ারি ভারত থেকে চাল আসে মোংলায়। ওই চালান ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ টন।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের ২৫তম চালান। দুটি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, ১৮ জুন আরও ১১ হাজার ৫০০ টন চালের ২৬তম চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়বে এমভি পাইওনিয়র জাহাজ।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৮ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
১০ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
১২ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে