নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে।
তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।
সানলাইফের কোম্পানি সচিব আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সমস্ত শেয়ারই বিক্রি করা হচ্ছে। অর্থাৎ কোম্পানির মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে।
সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা শেয়ারগুলো ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে অধিগ্রহণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে।
তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।
সানলাইফের কোম্পানি সচিব আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সমস্ত শেয়ারই বিক্রি করা হচ্ছে। অর্থাৎ কোম্পানির মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে।
সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা শেয়ারগুলো ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে অধিগ্রহণ করবে।

রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
২ ঘণ্টা আগে
ইসলামি সামাজিক অর্থ-সংস্থানকে একটি কার্যকর ও টেকসই উন্নয়নমূলক হাতিয়ারে রূপান্তরের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন (জিজিএফ)’। জাকাত, সদকা, ওয়াকফ ও করদে হাসানাহর সুসংগঠিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যবিমোচনই এই ফাউন্ডেশনের মূল
৫ ঘণ্টা আগে
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করায় পূর্বের সুদে বিক্রি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করায় গত সপ্তাহে সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ রেখেছিল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রি-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে...
৭ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে যখন নানা অনিশ্চয়তা আর আস্থার সংকট, ঠিক সেই সময়ে অভাবনীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ব্যাংকটি যে রেকর্ড মুনাফা ও প্রবৃদ্ধি অর্জন করেছে, তা উদ্যাপনে আয়োজিত...
৮ ঘণ্টা আগে