এনবিআরের নিরীক্ষা প্রতিবেদন
আজকের পত্রিকা ডেস্ক

আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকির গুরুতর অভিযোগ উঠেছে। ২০১৯ সালের জুন থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকার ভ্যাট পরিশোধ করেনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এই অসংগতি স্পষ্টভাবে উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান গত সাড়ে ৩ বছরে ১৯ লাখ ৯৬ হাজার টাকার মূসক পরিশোধ করেনি। সঠিক সময়ে কর না দেওয়ায় ওই কোম্পানির ওপর ৪ লাখ ৮৭ হাজার ১৭ টাকার সুদ যোগ হয়েছে। ফলে কোম্পানিটির বিরুদ্ধে মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আইপিডিসি ফাইন্যান্সের সচিব সামিউল হাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যাট না দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) পক্ষ থেকে যদি কোনো চিঠি দেয়, তবে আমরা তার উত্তর দেব।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছি।’
যেভাবে করা হয় অনিয়ম
আইপিডিসি ফাইন্যান্স ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে মোট ১৯ লাখ ৯৬ হাজার টাকার মূসক এবং উৎসে মূসক কর্তন বাবদ সরকারকে পরিশোধ করেনি। এর মধ্যে বকেয়া মূসক ১৬ লাখ ৩২ হাজার ৮০৩ টাকা এবং উৎসে মূসক কর্তন ৩ লাখ ৬৩ হাজার ১৯৭ টাকা। এ ছাড়া সুদ বাবদ ৪ লাখ ৬৩ হাজার ২৮৯ টাকা এবং ২৩ হাজার ৭২৮ টাকা জমা হয়নি।
প্রতিষ্ঠানটি সময়মতো এই পরিমাণ টাকা পরিশোধ না করায় মূল্য সংযোজন কর আইন অনুযায়ী তাদের ওপর ৪ লাখ ৮৭ হাজার ১৭ টাকা সুদ আরোপ হয়েছে। ফলে মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকা আদায়যোগ্য।
এই অবস্থায় গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আইপিডিসিকে ৯ অক্টোবর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে এবং কর পরিশোধ না করলে শাস্তি আরোপের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। যদিও আইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ আনীত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিয়েছে। সেখানে তারা নিরীক্ষায় পাওয়া বিষয়টি স্বীকার করে। ৫ ফেব্রুয়ারি ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকা ট্রেজারি চালানের (নং-২৩২৪-০০২৭১৯৮১১১১) মাধ্যমে এনআরবি ব্যাংক লিমিটেডের কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো আপত্তি উত্থাপন না করে অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছে এবং মূসক বাবদ অর্থ সুদসহ পরিশোধ করেছে।
আইপিডিসি ফাইন্যান্সের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির অনুমোদিত মূলধন ৩৮৯ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা হলেও ১ হাজার ৬০৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকার দীর্ঘমেয়াদি ঋণে জর্জরিত। ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া হলেও কোম্পানির রিজার্ভ মাত্র ২৪২ কোটি ২৪ লাখ টাকা। ২০১৫-২২ সাল পর্যন্ত কোম্পানিটির মোট লেনদেন ছিল ৮ হাজার ৮০৮ কোটি টাকা। ৩৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ১২৫টি শেয়ারের মধ্যে প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ১৭ টাকা ১০ পয়সা, যা দিয়ে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ৬৮১ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকা। ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হলেও ২০২১ ও ২০২০ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকির গুরুতর অভিযোগ উঠেছে। ২০১৯ সালের জুন থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকার ভ্যাট পরিশোধ করেনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এই অসংগতি স্পষ্টভাবে উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান গত সাড়ে ৩ বছরে ১৯ লাখ ৯৬ হাজার টাকার মূসক পরিশোধ করেনি। সঠিক সময়ে কর না দেওয়ায় ওই কোম্পানির ওপর ৪ লাখ ৮৭ হাজার ১৭ টাকার সুদ যোগ হয়েছে। ফলে কোম্পানিটির বিরুদ্ধে মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আইপিডিসি ফাইন্যান্সের সচিব সামিউল হাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যাট না দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) পক্ষ থেকে যদি কোনো চিঠি দেয়, তবে আমরা তার উত্তর দেব।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছি।’
যেভাবে করা হয় অনিয়ম
আইপিডিসি ফাইন্যান্স ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে মোট ১৯ লাখ ৯৬ হাজার টাকার মূসক এবং উৎসে মূসক কর্তন বাবদ সরকারকে পরিশোধ করেনি। এর মধ্যে বকেয়া মূসক ১৬ লাখ ৩২ হাজার ৮০৩ টাকা এবং উৎসে মূসক কর্তন ৩ লাখ ৬৩ হাজার ১৯৭ টাকা। এ ছাড়া সুদ বাবদ ৪ লাখ ৬৩ হাজার ২৮৯ টাকা এবং ২৩ হাজার ৭২৮ টাকা জমা হয়নি।
প্রতিষ্ঠানটি সময়মতো এই পরিমাণ টাকা পরিশোধ না করায় মূল্য সংযোজন কর আইন অনুযায়ী তাদের ওপর ৪ লাখ ৮৭ হাজার ১৭ টাকা সুদ আরোপ হয়েছে। ফলে মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকা আদায়যোগ্য।
এই অবস্থায় গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আইপিডিসিকে ৯ অক্টোবর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে এবং কর পরিশোধ না করলে শাস্তি আরোপের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। যদিও আইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ আনীত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিয়েছে। সেখানে তারা নিরীক্ষায় পাওয়া বিষয়টি স্বীকার করে। ৫ ফেব্রুয়ারি ২৪ লাখ ৮৩ হাজার ১৭ টাকা ট্রেজারি চালানের (নং-২৩২৪-০০২৭১৯৮১১১১) মাধ্যমে এনআরবি ব্যাংক লিমিটেডের কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো আপত্তি উত্থাপন না করে অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছে এবং মূসক বাবদ অর্থ সুদসহ পরিশোধ করেছে।
আইপিডিসি ফাইন্যান্সের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির অনুমোদিত মূলধন ৩৮৯ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা হলেও ১ হাজার ৬০৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকার দীর্ঘমেয়াদি ঋণে জর্জরিত। ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া হলেও কোম্পানির রিজার্ভ মাত্র ২৪২ কোটি ২৪ লাখ টাকা। ২০১৫-২২ সাল পর্যন্ত কোম্পানিটির মোট লেনদেন ছিল ৮ হাজার ৮০৮ কোটি টাকা। ৩৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ১২৫টি শেয়ারের মধ্যে প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ১৭ টাকা ১০ পয়সা, যা দিয়ে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ৬৮১ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকা। ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হলেও ২০২১ ও ২০২০ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৬ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৯ ঘণ্টা আগে