ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ও উচ্চ সুদের ব্যবসা। শনিবার ভোররাতে সেনাবাহিনীর অভিযানে ওই সমিতির পরিচালক মো. মুকুলকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্রসদৃশ লাইটার, শত শত স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটক মুকুল সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্প সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও উচ্চ সুদের লেনদেনে জড়িত ছিলেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে শিবগঞ্জ বাজার এলাকায় ওই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে মুকুলকে আটক করা হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয় ৪৭০ পিস ইয়াবা, ৬০০টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প, ৩০টি বিদেশি কয়েন, ছয়টি বিদেশি কাগুজে নোট, একটি চাইনিজ কুড়াল, একটি লাঠি ও একটি পিস্তলসদৃশ লাইটার। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’র আড়ালে মুকুল স্থানীয় দরিদ্র মানুষের সঙ্গে উচ্চহারে সুদের ব্যবসা করতেন। পাশাপাশি তার কার্যালয়ে নিয়মিত মাদক বেচাকেনাও চলত।
পরে সেনাবাহিনী তাঁকে উদ্ধারকৃত আলামতসহ ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হস্তান্তরের পর মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ও উচ্চ সুদের ব্যবসা। শনিবার ভোররাতে সেনাবাহিনীর অভিযানে ওই সমিতির পরিচালক মো. মুকুলকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্রসদৃশ লাইটার, শত শত স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটক মুকুল সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্প সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও উচ্চ সুদের লেনদেনে জড়িত ছিলেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে শিবগঞ্জ বাজার এলাকায় ওই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে মুকুলকে আটক করা হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয় ৪৭০ পিস ইয়াবা, ৬০০টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প, ৩০টি বিদেশি কয়েন, ছয়টি বিদেশি কাগুজে নোট, একটি চাইনিজ কুড়াল, একটি লাঠি ও একটি পিস্তলসদৃশ লাইটার। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’র আড়ালে মুকুল স্থানীয় দরিদ্র মানুষের সঙ্গে উচ্চহারে সুদের ব্যবসা করতেন। পাশাপাশি তার কার্যালয়ে নিয়মিত মাদক বেচাকেনাও চলত।
পরে সেনাবাহিনী তাঁকে উদ্ধারকৃত আলামতসহ ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হস্তান্তরের পর মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১০ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৭ মিনিট আগে