ঠাকুরগাঁও প্রতিনিধি

দ্বিতীয় ধাপের ভোটে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে তেমন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট, প্রার্থীর এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনায় সবই ছিল প্রস্তুত। শুধু কমতি ভোটারের। পুরো কেন্দ্র ফাঁকা।
সকাল ৮টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে। দুপুরে সদরের সিংপাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কেন্দ্রে কোনো ভোটার সারি নেই। ১২টি বুথে ভোট গ্রহণ চলছে। ভোটার সারিতে দুটি কুকুর। এটি দেখে হাসাহাসি করছেন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল কবির বলেন, ভোটার ৩ হাজার ৭৯৭ জন থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০০ মতো ভোট কাস্টিং হয়েছে।
একই চিত্র দেখা গেছে সদরের আউলিয়াপুর ইউনিয়নের বুড়ীর হাট উচ্চবিদ্যালয়, গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জরগঞ্জ উচ্চবিদ্যালয় একই ইউনিয়নের লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে। এই কেন্দ্রগুলোতে বেলা ১টা পর্যন্ত মোট ভোটারের গড় হারে ভোট কাস্ট হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। ভোটারশূন্য কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের গল্পে মেতে উঠতে দেখা গেছে।
লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সব প্রার্থীর এজেন্ট থাকলেও ভোটার উপস্থিতি খুব কম। তবে দুপুর গড়িয়া বিকেল হলেও ভোটার উপস্থিতি বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আরেক কেন্দ্র মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একই চিত্র। এই কেন্দ্রে ভোট দিতে আসা স্কুলশিক্ষক আব্দুল হামিদ বলেন, ‘ভোটের ওপর মানুষের আস্থা কমে গেছে। বিরোধী দলের কোনো প্রার্থী নেই। চারজন চেয়ারম্যান একই দলের। কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষের আগ্রহ কম।’
সদর উপজেলার ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক (ঘোড়া) ও আওয়ামী লীগের নেতা কামরুল হাসান (কাপ-পিরিচ)।

দ্বিতীয় ধাপের ভোটে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে তেমন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট, প্রার্থীর এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনায় সবই ছিল প্রস্তুত। শুধু কমতি ভোটারের। পুরো কেন্দ্র ফাঁকা।
সকাল ৮টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে। দুপুরে সদরের সিংপাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কেন্দ্রে কোনো ভোটার সারি নেই। ১২টি বুথে ভোট গ্রহণ চলছে। ভোটার সারিতে দুটি কুকুর। এটি দেখে হাসাহাসি করছেন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল কবির বলেন, ভোটার ৩ হাজার ৭৯৭ জন থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০০ মতো ভোট কাস্টিং হয়েছে।
একই চিত্র দেখা গেছে সদরের আউলিয়াপুর ইউনিয়নের বুড়ীর হাট উচ্চবিদ্যালয়, গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জরগঞ্জ উচ্চবিদ্যালয় একই ইউনিয়নের লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে। এই কেন্দ্রগুলোতে বেলা ১টা পর্যন্ত মোট ভোটারের গড় হারে ভোট কাস্ট হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। ভোটারশূন্য কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের গল্পে মেতে উঠতে দেখা গেছে।
লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সব প্রার্থীর এজেন্ট থাকলেও ভোটার উপস্থিতি খুব কম। তবে দুপুর গড়িয়া বিকেল হলেও ভোটার উপস্থিতি বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আরেক কেন্দ্র মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একই চিত্র। এই কেন্দ্রে ভোট দিতে আসা স্কুলশিক্ষক আব্দুল হামিদ বলেন, ‘ভোটের ওপর মানুষের আস্থা কমে গেছে। বিরোধী দলের কোনো প্রার্থী নেই। চারজন চেয়ারম্যান একই দলের। কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষের আগ্রহ কম।’
সদর উপজেলার ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক (ঘোড়া) ও আওয়ামী লীগের নেতা কামরুল হাসান (কাপ-পিরিচ)।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে