সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরের প্রতিমা বংকী গ্রামে বৃষ্টির প্রত্যাশায় গতকাল মঙ্গলবার বিকেলে কাদামাটির খেলায় মাতে শিশু-কিশোরেরা। দল বেঁধে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রচলিত লোকগান ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই...’ গেয়ে-নেচে কাদা-জল মেখে করেছে ‘মাগুন মাপা উৎসব’। কাকতালীয়ভাবে আজ বুধবার ভোরে দেশের বিভিন্ন স্থানের মতো এই এলাকায়ও ভারী বৃষ্টিপাত হয়েছে।
স্থানীয়রা বলছেন, চৈত্র-বৈশাখের তীব্র রোদ ও অসহনীয় গরমে গ্রামের চারদিকে যখন অস্বস্তি ছড়িয়ে পড়ে, দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মেলে না, সেচের অভাবে মাঠ-ঘাট শুকিয়ে যায়, ঠিক এই সুযোগে গ্রামের শিশু-কিশোর ও যুবকেরা একত্র হয়ে বৃষ্টির প্রত্যাশায় গান গেয়ে চাল তুলে শিরনি রান্না করে খায়। চাল তোলার এই প্রক্রিয়াটিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘মাগুন মাপা উৎসব’।
জানা গেছে, মাগুন মাপা উৎসবে দলীয়ভাবে উচ্চ স্বরে গান গেয়ে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রত্যাশা করে গ্রামের শিশু-কিশোর, তরুণ-তরুণীরা। তারা দল বেঁধে বাড়ি বাড়ি হাজির হয় বৃষ্টির গান নিয়ে। বাড়ির নারীরা কলসি ভরে পানি নিয়ে উঠানে ঢেলে দেন। আর সেই কাদামাটিতে গড়াগড়ি করে চলে বৃষ্টির গান। সেই সঙ্গে মহিলারা খুশি হয়ে দেন চাল, ডাল, সবজি, টাকা। সবশেষে ওই চাল, ডাল, সবজি দিয়ে শিরনি বা খিচুড়ি রান্না করে উৎসবে মেতে ওঠে শিশু-কিশোরেরা।
এখন মধ্যবয়সী আজমত আলীও একসময় ‘মাগুন মাপা উৎসব’ করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ছোটবেলায় আমরাও এমনটি করেছি। বিষয়টি এক প্রকার আনন্দ মিছিলের মতো। শিশু-কিশোরদের মিছিলটি কোনো বাড়িতে প্রবেশ করতেই প্রথমে দলনেতা বলবে, তার সঙ্গে সঙ্গে সকলেই সমস্বরে বলে ওঠে—“সত্তররে সত্তর, আইলাম বাড়ির ভেত্তর, আইলাম রে ভাই হরিয়া, হাত্তির কাঁন্ধে চড়িয়া...। ” বাড়িতে প্রবেশ করে বাড়ির উঠানে পানি ঢেলে দিয়ে কাদামাটিতে খেলা করে শিশু-কিশোরেরা। পরে বাড়ির গৃহিণী কুলায় করে তাঁদের সাধ্যমতো চাল, ডাল, সবজি দিয়ে বিদায় দেন। বিদায় বেলায় প্রচলিত লোকগান—“আল্লাহ মেঘ দে, পানি দে” গেয়ে চলে যায় সবাই। আর কোনো বাড়িতে কাদামাটি খেলার জন্য পর্যাপ্ত পানি এবং ঠিকমতো চাল-ডাল-সবজি না পেলে ওই বাড়ির জন্যও রয়েছে পৃথক পৃথক ছন্দ মিলিয়ে দলীয় গান।’
ওই গ্রামের গৃহিণী হাজেরা বেগম বলেন, ‘তীব্র গরমে গাঁয়ের শিশুরা বাড়িতে এসে কাদা-পানি দিয়ে খেলা করে গান গায়। বাড়ির গৃহিণীরা শিশুদের গায়ে পানি ছিটিয়ে দেয়। সামান্য চাল-ডাল পেলেই তারা বেশ খুশি হয়।’
এ বিষয়ে উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজের শিক্ষক লিটন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মূলত কোনো ধর্মীয় রীতি-নীতি নয়। গ্রামীণ শিশু-কিশোরদের একটি প্রচলিত উৎসব। এর মাধ্যমে শিশু-কিশোরেরা আনন্দে মেতে ওঠে, খিচুড়ি রান্না করে একবেলা খেয়ে বৃষ্টি প্রার্থনা করে। দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে এ রকম হয়ে আসছে।’
এ বিষয়ে জানতে চাইলে সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক অধ্যাপক আলীম মাহমুদ বলেন, ‘যখনই মানুষের ওপর কোনো দুর্যোগ নেমে আসে, তখন বিভিন্নভাবে তারা প্রকৃতির কাছে সহায়তা চায়। আমাদের দেশে বিশেষ করে মার্চ-এপ্রিলে যখন বড় ধরনের খরা দেখা দেয়, বৃষ্টির অভাবে মাঠ-ঘাট চৌচির হয়ে যায়, কৃষকের খেতের ফসল ও গাছপালা মরে যায়, তখন সাধারণ মানুষ রাতের বেলায় দল বেঁধে বন্দনা গান গেয়ে বাড়িতে বাড়িতে মাগুন মাপত। বন্দনা গীত পরিবেশন করে মূলত সৃষ্টিকর্তা বা প্রকৃতির কাছে বৃষ্টি প্রার্থনা করাই হচ্ছে মাগুন মাপা উৎসব হিসেবে পরিচিত। এটি বাঙালির পুরোনো দিনের সংস্কৃতি।’

টাঙ্গাইলের সখীপুরের প্রতিমা বংকী গ্রামে বৃষ্টির প্রত্যাশায় গতকাল মঙ্গলবার বিকেলে কাদামাটির খেলায় মাতে শিশু-কিশোরেরা। দল বেঁধে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রচলিত লোকগান ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই...’ গেয়ে-নেচে কাদা-জল মেখে করেছে ‘মাগুন মাপা উৎসব’। কাকতালীয়ভাবে আজ বুধবার ভোরে দেশের বিভিন্ন স্থানের মতো এই এলাকায়ও ভারী বৃষ্টিপাত হয়েছে।
স্থানীয়রা বলছেন, চৈত্র-বৈশাখের তীব্র রোদ ও অসহনীয় গরমে গ্রামের চারদিকে যখন অস্বস্তি ছড়িয়ে পড়ে, দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মেলে না, সেচের অভাবে মাঠ-ঘাট শুকিয়ে যায়, ঠিক এই সুযোগে গ্রামের শিশু-কিশোর ও যুবকেরা একত্র হয়ে বৃষ্টির প্রত্যাশায় গান গেয়ে চাল তুলে শিরনি রান্না করে খায়। চাল তোলার এই প্রক্রিয়াটিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘মাগুন মাপা উৎসব’।
জানা গেছে, মাগুন মাপা উৎসবে দলীয়ভাবে উচ্চ স্বরে গান গেয়ে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রত্যাশা করে গ্রামের শিশু-কিশোর, তরুণ-তরুণীরা। তারা দল বেঁধে বাড়ি বাড়ি হাজির হয় বৃষ্টির গান নিয়ে। বাড়ির নারীরা কলসি ভরে পানি নিয়ে উঠানে ঢেলে দেন। আর সেই কাদামাটিতে গড়াগড়ি করে চলে বৃষ্টির গান। সেই সঙ্গে মহিলারা খুশি হয়ে দেন চাল, ডাল, সবজি, টাকা। সবশেষে ওই চাল, ডাল, সবজি দিয়ে শিরনি বা খিচুড়ি রান্না করে উৎসবে মেতে ওঠে শিশু-কিশোরেরা।
এখন মধ্যবয়সী আজমত আলীও একসময় ‘মাগুন মাপা উৎসব’ করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ছোটবেলায় আমরাও এমনটি করেছি। বিষয়টি এক প্রকার আনন্দ মিছিলের মতো। শিশু-কিশোরদের মিছিলটি কোনো বাড়িতে প্রবেশ করতেই প্রথমে দলনেতা বলবে, তার সঙ্গে সঙ্গে সকলেই সমস্বরে বলে ওঠে—“সত্তররে সত্তর, আইলাম বাড়ির ভেত্তর, আইলাম রে ভাই হরিয়া, হাত্তির কাঁন্ধে চড়িয়া...। ” বাড়িতে প্রবেশ করে বাড়ির উঠানে পানি ঢেলে দিয়ে কাদামাটিতে খেলা করে শিশু-কিশোরেরা। পরে বাড়ির গৃহিণী কুলায় করে তাঁদের সাধ্যমতো চাল, ডাল, সবজি দিয়ে বিদায় দেন। বিদায় বেলায় প্রচলিত লোকগান—“আল্লাহ মেঘ দে, পানি দে” গেয়ে চলে যায় সবাই। আর কোনো বাড়িতে কাদামাটি খেলার জন্য পর্যাপ্ত পানি এবং ঠিকমতো চাল-ডাল-সবজি না পেলে ওই বাড়ির জন্যও রয়েছে পৃথক পৃথক ছন্দ মিলিয়ে দলীয় গান।’
ওই গ্রামের গৃহিণী হাজেরা বেগম বলেন, ‘তীব্র গরমে গাঁয়ের শিশুরা বাড়িতে এসে কাদা-পানি দিয়ে খেলা করে গান গায়। বাড়ির গৃহিণীরা শিশুদের গায়ে পানি ছিটিয়ে দেয়। সামান্য চাল-ডাল পেলেই তারা বেশ খুশি হয়।’
এ বিষয়ে উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজের শিক্ষক লিটন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মূলত কোনো ধর্মীয় রীতি-নীতি নয়। গ্রামীণ শিশু-কিশোরদের একটি প্রচলিত উৎসব। এর মাধ্যমে শিশু-কিশোরেরা আনন্দে মেতে ওঠে, খিচুড়ি রান্না করে একবেলা খেয়ে বৃষ্টি প্রার্থনা করে। দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে এ রকম হয়ে আসছে।’
এ বিষয়ে জানতে চাইলে সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক অধ্যাপক আলীম মাহমুদ বলেন, ‘যখনই মানুষের ওপর কোনো দুর্যোগ নেমে আসে, তখন বিভিন্নভাবে তারা প্রকৃতির কাছে সহায়তা চায়। আমাদের দেশে বিশেষ করে মার্চ-এপ্রিলে যখন বড় ধরনের খরা দেখা দেয়, বৃষ্টির অভাবে মাঠ-ঘাট চৌচির হয়ে যায়, কৃষকের খেতের ফসল ও গাছপালা মরে যায়, তখন সাধারণ মানুষ রাতের বেলায় দল বেঁধে বন্দনা গান গেয়ে বাড়িতে বাড়িতে মাগুন মাপত। বন্দনা গীত পরিবেশন করে মূলত সৃষ্টিকর্তা বা প্রকৃতির কাছে বৃষ্টি প্রার্থনা করাই হচ্ছে মাগুন মাপা উৎসব হিসেবে পরিচিত। এটি বাঙালির পুরোনো দিনের সংস্কৃতি।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে