Ajker Patrika

আত্মীয়ের জানাজায় যাওয়া হলো না সাইফুলের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আত্মীয়ের জানাজায় যাওয়া হলো না সাইফুলের

আত্মীয়ের জানাজায় অংশ নিতে বের হয়েছিলেন সাইফুল (২৮)। কিন্তু পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকার ভূঞাপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার মৃত কোরবান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উপজেলা ঘাটাইলে সাইফুলের এক আত্মীয় মারা যায়। সকালে তাঁর জানাজায় অংশগ্রহণ করতে সাইফুল মোটরসাইকেলে সেখানে যাচ্ছিল। পথে শিয়ালকোল এলাকার একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে স্টেশন ত্যাগ করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। 

এতে সাইফুল ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব মিয়া বলেন, ‘দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত