মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।
পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।
ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’

টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।
পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।
ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৮ ঘণ্টা আগে