ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে জাকাতের কাপড় আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনের জেলার কালিহাতী উপজেলার মীরহামজানি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী বাসন্তী (৬০), একই পাড়ার মৃত অনাথ দাসের স্ত্রী ও নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের আয়া আরতী রানী দাস (৫০), হরি বন্ধু দাসের স্ত্রী শান্তি রানী (৪৮) ও শান্তির মেয়ে শিল্পী রানী (২৮)। এ ছাড়া আহত হন তাঁদের সঙ্গে থাকা জোছনা রানী দাস নামের আরেক নারী।
নিহত শান্তি রানী দাসের ছেলে গোরাঙ্গ চন্দ্র দাস বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। বাড়ির কাউকে না জানিয়ে মা আমার বোন ও পাড়ার আরও তিনজন নারী মিলে অনুদানের জন্য সল্লা এলাকায় যাচ্ছিল। রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ট্রেনের ধাক্কায় মারা যায় বলে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’
নিকরাইল দাসপাড়া কালিমন্দির কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস বলেন, ‘ঈদ উপলক্ষ্যে সল্লার একজন দানশীল ব্যক্তি গরিবদের দান দেন। এমন খবর পেয়ে তারা পাঁচজন মিলে বাড়ির কাউকে না জানিয়ে দানের টাকা নিতে যাচ্ছিল। এখন ফিরল লাশ হয়ে। নিকরাইল মহাশ্মশান ঘাটে একসঙ্গে চারজনের মরদেহ দাহ করা হবে।’
নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ‘ওই চার নারী একই পাড়ার। এর মধ্যে আরতী রানী আমাদের স্কুলের খণ্ডকালীন আয়া হিসেবে কাজ করতেন।’
টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বলেন, ‘ময়নাতদন্ত না করার আবেদন করলে মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

টাঙ্গাইলের কালিহাতীতে জাকাতের কাপড় আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনের জেলার কালিহাতী উপজেলার মীরহামজানি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী বাসন্তী (৬০), একই পাড়ার মৃত অনাথ দাসের স্ত্রী ও নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের আয়া আরতী রানী দাস (৫০), হরি বন্ধু দাসের স্ত্রী শান্তি রানী (৪৮) ও শান্তির মেয়ে শিল্পী রানী (২৮)। এ ছাড়া আহত হন তাঁদের সঙ্গে থাকা জোছনা রানী দাস নামের আরেক নারী।
নিহত শান্তি রানী দাসের ছেলে গোরাঙ্গ চন্দ্র দাস বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। বাড়ির কাউকে না জানিয়ে মা আমার বোন ও পাড়ার আরও তিনজন নারী মিলে অনুদানের জন্য সল্লা এলাকায় যাচ্ছিল। রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ট্রেনের ধাক্কায় মারা যায় বলে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’
নিকরাইল দাসপাড়া কালিমন্দির কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস বলেন, ‘ঈদ উপলক্ষ্যে সল্লার একজন দানশীল ব্যক্তি গরিবদের দান দেন। এমন খবর পেয়ে তারা পাঁচজন মিলে বাড়ির কাউকে না জানিয়ে দানের টাকা নিতে যাচ্ছিল। এখন ফিরল লাশ হয়ে। নিকরাইল মহাশ্মশান ঘাটে একসঙ্গে চারজনের মরদেহ দাহ করা হবে।’
নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ‘ওই চার নারী একই পাড়ার। এর মধ্যে আরতী রানী আমাদের স্কুলের খণ্ডকালীন আয়া হিসেবে কাজ করতেন।’
টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বলেন, ‘ময়নাতদন্ত না করার আবেদন করলে মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে