নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে জন্মের প্রথম দিনেই প্রাণ গেল এক নবজাতকের। রোববার সকাল ৯টার দিকে গলা কাটা অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। জন্মের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেকড়া ইউনিয়নের এক তরুণী (১৮) শনিবার রাত সাড়ে ১০টায় দিকে পেটে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভোর রাতে ওই মেয়ে ও তার মা কমপ্লেক্সে টয়লেটে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা টয়লেটে শিশুর কান্নার শব্দ শুনতে পান। প্রায় দুই ঘণ্টা পর মা ও মেয়ে বের হয়ে বেডে আসে। রোববার সকালে নিয়মিত রোগী পরিদর্শন শেষে ওই মেয়েকে ছাড়পত্র দেন ডা. কাজল পোদ্দার। সকাল আনুমানিক নয়টার দিকে দুই পথশিশু হাসপাতালের ড্রেনে নবজাতকের মৃতদেহ দেখে লোকজন ডাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষসহ আশপাশের লোকজন জড়ো হয়ে নাগরপুর থানায় খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে।
শনিবার রাতে হাসপাতালে কর্তব্যরত নার্স সোনিয়া বলেন, ‘সন্তান প্রসবের বিষয়ে আমরা কিছু জানি না।’
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ‘মেয়েটি তার গর্ভবতী হওয়ার বিষয়টি গোপন রেখে পেটে ব্যথা বলে হাসপাতালে ভর্তি হয়। রোববার সকালে ছাড়পত্র নিয়ে চলে যায়। পরে ড্রেনে নবজাতকের মরদেহ পড়ে থাকার সংবাদ শুনে নাগরপুর থানাকে অবহিত করি।’
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নার্স সোনিয়াসহ ওই তরুণীর পরিবারের সদস্যদের নবজাতকের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

টাঙ্গাইলের নাগরপুরে জন্মের প্রথম দিনেই প্রাণ গেল এক নবজাতকের। রোববার সকাল ৯টার দিকে গলা কাটা অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। জন্মের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেকড়া ইউনিয়নের এক তরুণী (১৮) শনিবার রাত সাড়ে ১০টায় দিকে পেটে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভোর রাতে ওই মেয়ে ও তার মা কমপ্লেক্সে টয়লেটে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা টয়লেটে শিশুর কান্নার শব্দ শুনতে পান। প্রায় দুই ঘণ্টা পর মা ও মেয়ে বের হয়ে বেডে আসে। রোববার সকালে নিয়মিত রোগী পরিদর্শন শেষে ওই মেয়েকে ছাড়পত্র দেন ডা. কাজল পোদ্দার। সকাল আনুমানিক নয়টার দিকে দুই পথশিশু হাসপাতালের ড্রেনে নবজাতকের মৃতদেহ দেখে লোকজন ডাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষসহ আশপাশের লোকজন জড়ো হয়ে নাগরপুর থানায় খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে।
শনিবার রাতে হাসপাতালে কর্তব্যরত নার্স সোনিয়া বলেন, ‘সন্তান প্রসবের বিষয়ে আমরা কিছু জানি না।’
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ‘মেয়েটি তার গর্ভবতী হওয়ার বিষয়টি গোপন রেখে পেটে ব্যথা বলে হাসপাতালে ভর্তি হয়। রোববার সকালে ছাড়পত্র নিয়ে চলে যায়। পরে ড্রেনে নবজাতকের মরদেহ পড়ে থাকার সংবাদ শুনে নাগরপুর থানাকে অবহিত করি।’
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নার্স সোনিয়াসহ ওই তরুণীর পরিবারের সদস্যদের নবজাতকের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
৪০ মিনিট আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
৪৩ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে