প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর স্ত্রীর কাছ থেকে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া তিন জিনের বাদশার মধ্যে দুজন টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৭ জুন) টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাতের আদালতে তাদের হাজির করলে ৩ সহোদরের মধ্যে মিজান ও আলম টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু মন্টু মিয়া নামের আরেক জন স্বীকার করেননি। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। গত ১৫ মার্চ রাত আনুমানিক সোয়া ১১টায় ডিশ লাইনে ‘৪৩ ভিডিও চ্যানেল’ নামে স্থানীয় একটি চ্যানেলে চিকিৎসার চটকদার বিজ্ঞাপন দেখেন। এরপর যোগাযোগের জন্য বিজ্ঞাপনের নিচে প্রদর্শন করা একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলে তার বিশ্বাস জন্মায়। বিবাদীরা জিনের বাদশা পরিচয় দিয়ে জিনের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলেন। পরে কৌশলে মহিষ, কাপড়চোপড় দেওয়ার অজুহাতে গত তিন মাসে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৫ লাখ ৯৯ হাজার টাকা হাতিয়ে নেন।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে চেয়ারম্যানের মেয়ে খালেদা আক্তার গত ২৩ মে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মির্জাপুর থানায় মামলা করেন। এরপর চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করা প্রতারকেদের একাধিক ফোন নম্বর ও টাকা গ্রহণের বিকাশ নম্বরের খোঁজে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা থেকে গত শুক্রবার প্রতারক তিন ভাইকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে দুজন দোষ স্বীকার করেন এবং অন্যজন দোষ স্বীকার করেননি। আদালত ৩ জনকেই জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানান তিনি।

মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর স্ত্রীর কাছ থেকে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া তিন জিনের বাদশার মধ্যে দুজন টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৭ জুন) টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাতের আদালতে তাদের হাজির করলে ৩ সহোদরের মধ্যে মিজান ও আলম টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু মন্টু মিয়া নামের আরেক জন স্বীকার করেননি। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। গত ১৫ মার্চ রাত আনুমানিক সোয়া ১১টায় ডিশ লাইনে ‘৪৩ ভিডিও চ্যানেল’ নামে স্থানীয় একটি চ্যানেলে চিকিৎসার চটকদার বিজ্ঞাপন দেখেন। এরপর যোগাযোগের জন্য বিজ্ঞাপনের নিচে প্রদর্শন করা একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলে তার বিশ্বাস জন্মায়। বিবাদীরা জিনের বাদশা পরিচয় দিয়ে জিনের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলেন। পরে কৌশলে মহিষ, কাপড়চোপড় দেওয়ার অজুহাতে গত তিন মাসে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৫ লাখ ৯৯ হাজার টাকা হাতিয়ে নেন।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে চেয়ারম্যানের মেয়ে খালেদা আক্তার গত ২৩ মে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মির্জাপুর থানায় মামলা করেন। এরপর চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করা প্রতারকেদের একাধিক ফোন নম্বর ও টাকা গ্রহণের বিকাশ নম্বরের খোঁজে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা থেকে গত শুক্রবার প্রতারক তিন ভাইকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে দুজন দোষ স্বীকার করেন এবং অন্যজন দোষ স্বীকার করেননি। আদালত ৩ জনকেই জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানান তিনি।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে