সিলেট প্রতিনিধি

গত মাসেই হয়ে যাওয়া ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। উজান থেকে নেমে আসা ঢল ও গত দুদিনের টানা বৃষ্টিতে সিলেটর নদনদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। আর এতেই জনমনে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
যদিও এখনো সিলেটের সব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত ও যেভাবে ঢল আসতে থাকলে আগামী ১০ / ১২ জুনের মধ্যে সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড।
গত বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, বৃষ্টি বাড়তে পারে আরও। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, ‘ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টি হলে এর প্রভাবে বাংলাদেশে বন্যা দেখা দেয়। এ মাসের প্রথম দিকে ওই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটসহ বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘উজানে ঢলের হওয়ার কারণে শুক্রবার থেকে সিলেটের সব নদনদীর পানি বাড়ছে। তবে এখনো সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে লেভেলে পানি বাড়ছে সেটা অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১২ তারিখের ভেতর সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।’
প্রকৌশলী আসিফ আহমেদ আরও বলেন, ‘তবে বিপৎসীমা অতিক্রম করা মানে এই না যে বন্যা হবে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, বন্যার বিষয়টা এত আগাম বলা যায় না। কারণ এটা প্রাকৃতিক বিষয়। ভারতে বেশি বৃষ্টিপাত হলে আমাদের এখানে বন্যা দেখা দেবে।’

গত মাসেই হয়ে যাওয়া ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। উজান থেকে নেমে আসা ঢল ও গত দুদিনের টানা বৃষ্টিতে সিলেটর নদনদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। আর এতেই জনমনে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
যদিও এখনো সিলেটের সব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত ও যেভাবে ঢল আসতে থাকলে আগামী ১০ / ১২ জুনের মধ্যে সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড।
গত বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, বৃষ্টি বাড়তে পারে আরও। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, ‘ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টি হলে এর প্রভাবে বাংলাদেশে বন্যা দেখা দেয়। এ মাসের প্রথম দিকে ওই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটসহ বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘উজানে ঢলের হওয়ার কারণে শুক্রবার থেকে সিলেটের সব নদনদীর পানি বাড়ছে। তবে এখনো সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে লেভেলে পানি বাড়ছে সেটা অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১২ তারিখের ভেতর সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।’
প্রকৌশলী আসিফ আহমেদ আরও বলেন, ‘তবে বিপৎসীমা অতিক্রম করা মানে এই না যে বন্যা হবে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, বন্যার বিষয়টা এত আগাম বলা যায় না। কারণ এটা প্রাকৃতিক বিষয়। ভারতে বেশি বৃষ্টিপাত হলে আমাদের এখানে বন্যা দেখা দেবে।’

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৩ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৭ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২০ মিনিট আগে