সিলেট প্রতিনিধি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডা. শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে রিকাবীবাজার এলাকার ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রাবাসসহ রিকাবীবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয়।
জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিপক্ষকে ছাত্রশিবির বলে দাবি করেছেন। তবে পুলিশ বলছে, হলে থাকার আসন, আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের বিপরীতে ছাত্রাবাসের বাইরে অবস্থান করছিলেন অর্ধশতাধিক শিক্ষার্থী। ভেতরে অবস্থান করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর কিছু সময় পর ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে রিকাবীবাজার মোড়ের দিকে গেলে বাইরে অবস্থানরতরা ফের ছাত্রাবাসের ভেতরে প্রবেশ করেন।
ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ করে বলেন, ঐতিহ্য সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন রয়েছে, যা ছাত্রশিবির দ্বারা নিয়ন্ত্রিত। ছাত্রাবাসের ‘বি’ ব্লকে তাঁদের প্রায় ৪০ জন কর্মী থাকেন। তিন দিন আগে ওই ব্লক থেকে একটি রামদা উদ্ধার করা হয়, যা নিয়ে গতকাল রাত ১০টার দিকে ওই ব্লকে অবস্থানরতদের জিজ্ঞাসা করতে গেলে ছাত্রশিবির বহিরাগত কর্মীদের নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালায়। মোট আটটি ব্লকে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ‘বি’ ব্লকে ছাত্রশিবিরের ৪০ জন কর্মী অবস্থান করেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, হলে থাকা দুই দল শিক্ষার্থীর মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জেরে গতকাল রাতে ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাস এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে।
ছাত্রাবাসে সংঘর্ষে জড়ানো ছাত্রদের রাজনৈতিক পরিচয় নিয়ে উপকমিশনার বলেন, একটি দলের মতাদর্শের ছাত্ররা দাবি করছেন যে প্রতিপক্ষরা ছাত্রশিবির। এ ধরনের ঘটনায় ফায়দা নিতে অনেক সময় এ রকম দাবি করা হয়। তবে তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডা. শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে রিকাবীবাজার এলাকার ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রাবাসসহ রিকাবীবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয়।
জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিপক্ষকে ছাত্রশিবির বলে দাবি করেছেন। তবে পুলিশ বলছে, হলে থাকার আসন, আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের বিপরীতে ছাত্রাবাসের বাইরে অবস্থান করছিলেন অর্ধশতাধিক শিক্ষার্থী। ভেতরে অবস্থান করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর কিছু সময় পর ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে রিকাবীবাজার মোড়ের দিকে গেলে বাইরে অবস্থানরতরা ফের ছাত্রাবাসের ভেতরে প্রবেশ করেন।
ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ করে বলেন, ঐতিহ্য সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন রয়েছে, যা ছাত্রশিবির দ্বারা নিয়ন্ত্রিত। ছাত্রাবাসের ‘বি’ ব্লকে তাঁদের প্রায় ৪০ জন কর্মী থাকেন। তিন দিন আগে ওই ব্লক থেকে একটি রামদা উদ্ধার করা হয়, যা নিয়ে গতকাল রাত ১০টার দিকে ওই ব্লকে অবস্থানরতদের জিজ্ঞাসা করতে গেলে ছাত্রশিবির বহিরাগত কর্মীদের নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালায়। মোট আটটি ব্লকে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ‘বি’ ব্লকে ছাত্রশিবিরের ৪০ জন কর্মী অবস্থান করেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, হলে থাকা দুই দল শিক্ষার্থীর মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জেরে গতকাল রাতে ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাস এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে।
ছাত্রাবাসে সংঘর্ষে জড়ানো ছাত্রদের রাজনৈতিক পরিচয় নিয়ে উপকমিশনার বলেন, একটি দলের মতাদর্শের ছাত্ররা দাবি করছেন যে প্রতিপক্ষরা ছাত্রশিবির। এ ধরনের ঘটনায় ফায়দা নিতে অনেক সময় এ রকম দাবি করা হয়। তবে তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে