বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে নির্বাচন অফিসের ভুলের কারণে ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে এবার নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারছেন না উপজেলার ‘গঙ্গাধরপুর’ নামের দুই গ্রামের বাসিন্দারা। একই নামের গ্রাম দুটি বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
এ নিয়ে দুই এলাকাসহ আশপাশের জনসাধারণের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও উত্তেজনা। আর ওই ক্ষোভ থেকেই প্রতিবাদ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৭ মে) পৌর শহরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এলাকার সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর (মশলা) গ্রামের ভোটার তালিকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ভোটার তালিকার সঙ্গে ভুলবশত অদল-বদল হওয়ায় নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না গ্রাম দুটির ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিতে পারেননি তাঁরা। এর পূর্বে অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনেও একই সমস্যা ঘটলে অভিযোগ করা হয়। তা তাৎক্ষণিক সংশোধন করা হলে নিজের কেন্দ্রেই ভোট দেন এই গ্রাম দুটির বাসিন্দারা। কিন্তু জাতীয় নির্বাচনে আবারও সেই সমস্যার পুনরাবৃত্তি ঘটলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।
এরপর সংশোধনের জন্য আবেদন করলে নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, আগামী নির্বাচনের সময় ঠিক হয়ে যাবে।
কিন্তু উপজেলা নির্বাচনের ভোটার তালিকা ঠিক থাকলেও ভোটকেন্দ্রের শিটে দেখা যায়, ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৫ ভোট শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৬৪ ভোট ৫ নম্বর ওয়ার্ডের দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। ফলে ভোট দিতে চাইলে দুই গ্রামের ভোটারদের ৯ কিলোমিটার দূরে একে অন্যের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ বিষয়টি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এদিকে, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার দাবিতে মঙ্গলবার পৌর শহরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দারা।
এ বিষয়ে গ্রামের পক্ষে বিজয় দে ও সোহেল আহমদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমরা শ্রীধরপুর ভোটকেন্দ্রে ভোট দিয়ে আসছি। পৌর নির্বাচন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা বারবার বিষয়টি নিয়ে অভিযোগ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। কিন্তু বিষয়টি সমাধানে কর্ণপাত করছেন না কেউই। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই, অযথা ওই হয়রানি চাই না।’

সিলেটের বিশ্বনাথে নির্বাচন অফিসের ভুলের কারণে ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে এবার নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারছেন না উপজেলার ‘গঙ্গাধরপুর’ নামের দুই গ্রামের বাসিন্দারা। একই নামের গ্রাম দুটি বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
এ নিয়ে দুই এলাকাসহ আশপাশের জনসাধারণের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও উত্তেজনা। আর ওই ক্ষোভ থেকেই প্রতিবাদ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৭ মে) পৌর শহরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এলাকার সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর (মশলা) গ্রামের ভোটার তালিকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ভোটার তালিকার সঙ্গে ভুলবশত অদল-বদল হওয়ায় নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না গ্রাম দুটির ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিতে পারেননি তাঁরা। এর পূর্বে অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনেও একই সমস্যা ঘটলে অভিযোগ করা হয়। তা তাৎক্ষণিক সংশোধন করা হলে নিজের কেন্দ্রেই ভোট দেন এই গ্রাম দুটির বাসিন্দারা। কিন্তু জাতীয় নির্বাচনে আবারও সেই সমস্যার পুনরাবৃত্তি ঘটলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।
এরপর সংশোধনের জন্য আবেদন করলে নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, আগামী নির্বাচনের সময় ঠিক হয়ে যাবে।
কিন্তু উপজেলা নির্বাচনের ভোটার তালিকা ঠিক থাকলেও ভোটকেন্দ্রের শিটে দেখা যায়, ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৫ ভোট শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৬৪ ভোট ৫ নম্বর ওয়ার্ডের দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। ফলে ভোট দিতে চাইলে দুই গ্রামের ভোটারদের ৯ কিলোমিটার দূরে একে অন্যের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ বিষয়টি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এদিকে, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার দাবিতে মঙ্গলবার পৌর শহরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দারা।
এ বিষয়ে গ্রামের পক্ষে বিজয় দে ও সোহেল আহমদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমরা শ্রীধরপুর ভোটকেন্দ্রে ভোট দিয়ে আসছি। পৌর নির্বাচন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা বারবার বিষয়টি নিয়ে অভিযোগ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। কিন্তু বিষয়টি সমাধানে কর্ণপাত করছেন না কেউই। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই, অযথা ওই হয়রানি চাই না।’

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে