নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণসহ তিনজনকে লন্ডন যেতে দেওয়া হয়নি। তিনজনেরই আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল।
লন্ডন যেতে না পারা বাকি দুজন হলেন হবিগঞ্জের মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে লন্ডন যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তবে কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
আর মো. গাফফার খান লিটন ও মিলন মিয়ার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রতারণার মামলা রয়েছে। রিকুইজিশনের ভিত্তিতে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, লিটন ও মিলন শাহপরান থানার প্রতারণা মামলার ১ ও ২ নম্বর আসামি। আটকের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার আজকের পত্রিকাকে বলেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যেতে দেওয়া হয়নি। তাঁকে ফেরত পাঠানো হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণসহ তিনজনকে লন্ডন যেতে দেওয়া হয়নি। তিনজনেরই আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল।
লন্ডন যেতে না পারা বাকি দুজন হলেন হবিগঞ্জের মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে লন্ডন যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তবে কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
আর মো. গাফফার খান লিটন ও মিলন মিয়ার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রতারণার মামলা রয়েছে। রিকুইজিশনের ভিত্তিতে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, লিটন ও মিলন শাহপরান থানার প্রতারণা মামলার ১ ও ২ নম্বর আসামি। আটকের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার আজকের পত্রিকাকে বলেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যেতে দেওয়া হয়নি। তাঁকে ফেরত পাঠানো হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাথী আক্তার নামের এক তৃতীয় লিঙ্গের নাগরিক। তাঁর অভিযোগ, জেলে থেকেও মোশারফ নিজের হিজড়া বাহিনী দিয়ে সাথীকে হত্যা ও লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এতে সাথী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় সড়ক বন্ধ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মিশনপাড়া এলাকায় চলে এই কর্মিসভা। এ সময় রাস্তা বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হন।
১ ঘণ্টা আগেরাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা কর্মকর্তারা স্কুল পরিদর্শনে গিয়ে নানা অজুহাতে গণ শোকজ করছেন। যে স্কুলে শোকজ করা হচ্ছে, সে প্রতিষ্ঠানের একজন শিক্ষকও বাদ পড়ছেন না।
২ ঘণ্টা আগেসিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবির কারণে জেলা ও মহানগর বিএনপিকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে দলের কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়।
২ ঘণ্টা আগে