প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাদের হামলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা পণ্ড হয়ে গেছে। ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ভাঙচুর করা হয়েছে সভাস্থলের চেয়ার, টেবিল ও জানালার গ্লাস।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড হয়ে যায়।
পুলিশ, এলাকাবাসী ও দলের নেতা–কর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। বিকেল ৫টার দিকে আলোচনা সভা চলাকালে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা নিজাম আহমেদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী সভাস্থলে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও কমিউনিটি সেন্টারের গ্লাস ভাঙচুর করে।
এ সময় ছাত্রদলের দু'পক্ষের নেতা–কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত না হলেও সভা পণ্ড হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রদল নেতা আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪ মাস আগে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি গঠন করা হলে ছাত্রদলের উপজেলা ও পৌর নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামলাতে উপজেলা বিএনপির শীর্ষ নেতা–কর্মীরা কমিটি পুনর্গঠনের আশ্বাস দেন। কিন্তু, এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ না নিয়ে সভা করায় ক্ষুব্ধ হয়ে পদ বঞ্চিত সিনিয়র নেতারা উপস্থিত হয়ে এ হামলা চালায়।
ছাত্রদলের পদ বঞ্চিত নেতা পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পদ প্রত্যাশী নিজাম আহমেদ বলেন, ছাত্রদলের ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে কিছু সুবিধাবাদীদের নিয়ে যে পকেট কমিটি গঠন করা হয়েছিল সে কমিটি গত চার মাসে একটি পরিচিতি সভাও করতে পারেনি। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তাঁদের দেখে ক্ষুব্ধ নেতা–কর্মীরা প্রতিবাদ করলে তারা সভা থেকে পালিয়ে যায়। এ সময় কিছু চেয়ার-টেবিল ভাঙচুর হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ বলেন, পদ বঞ্চিত নেতা–কর্মীরা আমাদের কিছু বলেনি। হঠাৎ করে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে সভা পণ্ড করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা পণ্ড হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাদের হামলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা পণ্ড হয়ে গেছে। ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ভাঙচুর করা হয়েছে সভাস্থলের চেয়ার, টেবিল ও জানালার গ্লাস।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড হয়ে যায়।
পুলিশ, এলাকাবাসী ও দলের নেতা–কর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। বিকেল ৫টার দিকে আলোচনা সভা চলাকালে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা নিজাম আহমেদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী সভাস্থলে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও কমিউনিটি সেন্টারের গ্লাস ভাঙচুর করে।
এ সময় ছাত্রদলের দু'পক্ষের নেতা–কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত না হলেও সভা পণ্ড হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রদল নেতা আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪ মাস আগে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি গঠন করা হলে ছাত্রদলের উপজেলা ও পৌর নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামলাতে উপজেলা বিএনপির শীর্ষ নেতা–কর্মীরা কমিটি পুনর্গঠনের আশ্বাস দেন। কিন্তু, এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ না নিয়ে সভা করায় ক্ষুব্ধ হয়ে পদ বঞ্চিত সিনিয়র নেতারা উপস্থিত হয়ে এ হামলা চালায়।
ছাত্রদলের পদ বঞ্চিত নেতা পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পদ প্রত্যাশী নিজাম আহমেদ বলেন, ছাত্রদলের ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে কিছু সুবিধাবাদীদের নিয়ে যে পকেট কমিটি গঠন করা হয়েছিল সে কমিটি গত চার মাসে একটি পরিচিতি সভাও করতে পারেনি। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তাঁদের দেখে ক্ষুব্ধ নেতা–কর্মীরা প্রতিবাদ করলে তারা সভা থেকে পালিয়ে যায়। এ সময় কিছু চেয়ার-টেবিল ভাঙচুর হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ বলেন, পদ বঞ্চিত নেতা–কর্মীরা আমাদের কিছু বলেনি। হঠাৎ করে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে সভা পণ্ড করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা পণ্ড হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
৮ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে