তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’

সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে