কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া-হরিনাথপুর আঞ্চলিক সড়কের পাশে থাকা একটি বেলজিয়াম গাছ ভেঙে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পথ দিয়েই এক মাস ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আজ সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজের এক শ গজ পূর্বে সড়কের উত্তর পাশের একটি বড় আকৃতির বেলজিয়াম গাছ ভেঙে গেছে। এটি সড়কের ওপর দিয়ে দক্ষিণপাশে পড়ে আছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, ছোট-বড় ট্রাক, বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচল করে। এ ছাড়া এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া-আসা করেন। তাঁদের মধ্যে রয়েছে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীও।
এই সড়ক দিয়ে চলাচল করা রহিম নামের এক ভ্যান চালক বলেন, ‘ঈদের আগে গাছটো ভাইঙ্যা গ্যাছে। কেউ ধইরব্যার সাওস পায় না। চলাচল খুব কঠিন হয়া গ্যাছে। যেকোনো সময় অ্যাকসিডেন্ট হইব্যার পারে।’ হরিনাথপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই ভাঙা গাছের নিচ দিয়ে স্কুলে যাওয়া-আসা করি। কখন যে ভেঙে পড়ে। গাছটা খুব দ্রুত অপসারণ করা প্রয়োজন।’
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘ঈদের প্রায় এক সপ্তাহ আগে ঝড়ে গাছটি সড়কের উপড়ে পড়ে যায়। কিন্তু এখন পর্যন্ত কেউ সরাতে এল না। সরকারি গাছ বলে কেউ হাতও দেয় না। এর আগে কয়েকবার গাছের সঙ্গে লেগে ইজিবাইক উল্টেও গিয়েছিল।’
আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল বলেন, শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী এ পথে যাতায়াত করে। এক মাস হলো গাছ এখনো পড়ে আছে। দ্রুত এটির অপসারণ প্রয়োজন। এ বিষয়ে কাজীপুর উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘গাছটির বিষয়ে অবগত আছি। দেখি, কালই কেটে নিয়ে আসব।’

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া-হরিনাথপুর আঞ্চলিক সড়কের পাশে থাকা একটি বেলজিয়াম গাছ ভেঙে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পথ দিয়েই এক মাস ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আজ সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজের এক শ গজ পূর্বে সড়কের উত্তর পাশের একটি বড় আকৃতির বেলজিয়াম গাছ ভেঙে গেছে। এটি সড়কের ওপর দিয়ে দক্ষিণপাশে পড়ে আছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, ছোট-বড় ট্রাক, বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচল করে। এ ছাড়া এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া-আসা করেন। তাঁদের মধ্যে রয়েছে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীও।
এই সড়ক দিয়ে চলাচল করা রহিম নামের এক ভ্যান চালক বলেন, ‘ঈদের আগে গাছটো ভাইঙ্যা গ্যাছে। কেউ ধইরব্যার সাওস পায় না। চলাচল খুব কঠিন হয়া গ্যাছে। যেকোনো সময় অ্যাকসিডেন্ট হইব্যার পারে।’ হরিনাথপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই ভাঙা গাছের নিচ দিয়ে স্কুলে যাওয়া-আসা করি। কখন যে ভেঙে পড়ে। গাছটা খুব দ্রুত অপসারণ করা প্রয়োজন।’
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘ঈদের প্রায় এক সপ্তাহ আগে ঝড়ে গাছটি সড়কের উপড়ে পড়ে যায়। কিন্তু এখন পর্যন্ত কেউ সরাতে এল না। সরকারি গাছ বলে কেউ হাতও দেয় না। এর আগে কয়েকবার গাছের সঙ্গে লেগে ইজিবাইক উল্টেও গিয়েছিল।’
আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল বলেন, শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী এ পথে যাতায়াত করে। এক মাস হলো গাছ এখনো পড়ে আছে। দ্রুত এটির অপসারণ প্রয়োজন। এ বিষয়ে কাজীপুর উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘গাছটির বিষয়ে অবগত আছি। দেখি, কালই কেটে নিয়ে আসব।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে