শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায়ও বসানো হয়েছে আরও ৩৪টি ডোম ক্যামেরা। গত মঙ্গলবার থেকে এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
পদ্মা সেতুর টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোরীয় এক্সপ্রেসওয়ে করপোরেশন’ জাজিরা প্রান্তে ১৭টি ও মাওয়া টোল প্লাজা প্রান্তে ১৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় দুটি অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা চারদিকে সমানভাবে ঘুরবে। সোজা সড়কে ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহন নজরদারিতে রাখতে পারবে। আর সড়ক বাঁকা হলে এক কিলোমিটার এলাকার চারদিকের পরিষ্কার ভিডিও চিত্র সংরক্ষণে সক্ষম হবে। সেতু এলাকায় বিভিন্ন সময় যেসব দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা কীভাবে ঘটছে সেটি সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সেতুর দুপাশে টোল প্লাজায় ছয়টি করে বুথ সক্রিয় আছে। কিন্তু ১৫-২০ হাজার যানবাহনের আসা-যাওয়া নজরদারি করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না। সেতু উদ্বোধনের পর থেকে জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ব্যারিয়ার ও টোল বুথে কয়েক দফা বাস ও ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
এ ছাড়া, জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে দুর্ঘটনায় ১ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেতুর ওপরে দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। কয়েক দফা ট্রাক ও বাস উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। যানবাহনের চাপ বাড়লে প্রায়ই টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে টোল প্লাজা ও তার সামনের সড়কে নজরদারি বাড়ানোর উদ্যোগে দুই প্রান্তে সিসি ক্যামেরা বসিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত প্রকৌশলী আহম্মেদ জিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে সার্ভিল্যান্স সিস্টেমের ক্যামেরা বসানোর কাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হবে।’

পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায়ও বসানো হয়েছে আরও ৩৪টি ডোম ক্যামেরা। গত মঙ্গলবার থেকে এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
পদ্মা সেতুর টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোরীয় এক্সপ্রেসওয়ে করপোরেশন’ জাজিরা প্রান্তে ১৭টি ও মাওয়া টোল প্লাজা প্রান্তে ১৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় দুটি অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা চারদিকে সমানভাবে ঘুরবে। সোজা সড়কে ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহন নজরদারিতে রাখতে পারবে। আর সড়ক বাঁকা হলে এক কিলোমিটার এলাকার চারদিকের পরিষ্কার ভিডিও চিত্র সংরক্ষণে সক্ষম হবে। সেতু এলাকায় বিভিন্ন সময় যেসব দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা কীভাবে ঘটছে সেটি সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সেতুর দুপাশে টোল প্লাজায় ছয়টি করে বুথ সক্রিয় আছে। কিন্তু ১৫-২০ হাজার যানবাহনের আসা-যাওয়া নজরদারি করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না। সেতু উদ্বোধনের পর থেকে জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ব্যারিয়ার ও টোল বুথে কয়েক দফা বাস ও ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
এ ছাড়া, জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে দুর্ঘটনায় ১ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেতুর ওপরে দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। কয়েক দফা ট্রাক ও বাস উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। যানবাহনের চাপ বাড়লে প্রায়ই টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে টোল প্লাজা ও তার সামনের সড়কে নজরদারি বাড়ানোর উদ্যোগে দুই প্রান্তে সিসি ক্যামেরা বসিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত প্রকৌশলী আহম্মেদ জিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে সার্ভিল্যান্স সিস্টেমের ক্যামেরা বসানোর কাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হবে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৪ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৯ মিনিট আগে