নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিঙ্গামানিক ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদার অ্যাম্বুলেন্সে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন সড়কে অ্যাম্বুলেন্সে করে তিনি প্রচারণা চালান।
স্থানীয় ও কর্মীরা বলেন, গত সোমবার সকালে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে হামলার শিকার হন আব্দুল আজিজ। এতে গুরুতরভাবে আহত হন তিনি। তাঁকে প্রথমে নড়িয়া হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় আসার পথে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে অ্যাম্বুলেন্সে করে প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আজিজ সরদার বলেন, ‘আমি ঠিকমতো হাটতে পারছি না। নির্বাচন ঘনিয়ে আসছে। এখন যদি কাজ করতে না পারি, তাহলে তো নির্বাচনের ফলাফল ভালো হবে না। তাই আমি হাসপাতাল থেকে আসার পথে অ্যাম্বুলেন্সে করে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করি। তাঁরা আমাকে ছুটে এসে দোয়া করেছে। আশা করি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।’
আজিজ আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির ফকিরের লোকজন এখনো হুমকি-ধমকি দিচ্ছে। আমার কর্মীদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাঁরা চায় না আমি নির্বাচন করি।’
উল্লেখ্য, গত সোমবার সকালে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাছির ফকিরের সমর্থকেরা আজিজের ওপর হামলা করেন। এতে তিনি বুকে মারাত্মক আঘাত পান। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়িয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিঙ্গামানিক ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদার অ্যাম্বুলেন্সে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন সড়কে অ্যাম্বুলেন্সে করে তিনি প্রচারণা চালান।
স্থানীয় ও কর্মীরা বলেন, গত সোমবার সকালে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে হামলার শিকার হন আব্দুল আজিজ। এতে গুরুতরভাবে আহত হন তিনি। তাঁকে প্রথমে নড়িয়া হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় আসার পথে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে অ্যাম্বুলেন্সে করে প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আজিজ সরদার বলেন, ‘আমি ঠিকমতো হাটতে পারছি না। নির্বাচন ঘনিয়ে আসছে। এখন যদি কাজ করতে না পারি, তাহলে তো নির্বাচনের ফলাফল ভালো হবে না। তাই আমি হাসপাতাল থেকে আসার পথে অ্যাম্বুলেন্সে করে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করি। তাঁরা আমাকে ছুটে এসে দোয়া করেছে। আশা করি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।’
আজিজ আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির ফকিরের লোকজন এখনো হুমকি-ধমকি দিচ্ছে। আমার কর্মীদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাঁরা চায় না আমি নির্বাচন করি।’
উল্লেখ্য, গত সোমবার সকালে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাছির ফকিরের সমর্থকেরা আজিজের ওপর হামলা করেন। এতে তিনি বুকে মারাত্মক আঘাত পান। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়িয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১০ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৭ মিনিট আগে