পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
আজ বুধবার সকালে ওই সীমান্তের ভারতীয় ১৭৬ ব্যাটালিয়নের আওতাধীন কালামগছ সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ বলছে, নিহত ওই যুবক বাংলাদেশি। তাঁর নাম আক্কাস আলী (৩৫)। তিনি তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬-এর ৪ নম্বর সাবপিলার এলাকায় কয়েকটি গুলির শব্দ শুনতে পায় সীমান্ত এলাকার লোকজন। আজ সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
আজ বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে পতাকা বৈঠক চলছিল।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, ভারতীয় বিএসএফ লাশ নিয়ে গেছে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ঘটনা শুনে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পরিচয় নিশ্চিতসহ মরদেহ ফেরতের জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।’

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
আজ বুধবার সকালে ওই সীমান্তের ভারতীয় ১৭৬ ব্যাটালিয়নের আওতাধীন কালামগছ সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ বলছে, নিহত ওই যুবক বাংলাদেশি। তাঁর নাম আক্কাস আলী (৩৫)। তিনি তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬-এর ৪ নম্বর সাবপিলার এলাকায় কয়েকটি গুলির শব্দ শুনতে পায় সীমান্ত এলাকার লোকজন। আজ সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
আজ বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে পতাকা বৈঠক চলছিল।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, ভারতীয় বিএসএফ লাশ নিয়ে গেছে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ঘটনা শুনে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পরিচয় নিশ্চিতসহ মরদেহ ফেরতের জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।’

ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
১৯ মিনিট আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে