বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে ৬ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এক্স-রে করে শিশুটির গলায় লিচুর বিচি পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি খিয়ারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটির নাম হযরত আলী। সে ওই গ্রামের মৃত আসাদুল হকের ছেলে।
দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওই শিশুর নিথর দেহ পড়েছিল। সন্তানের মৃত্যুর খবর শুনে হাসপাতাল চত্বরে মা কোহিনুর বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে শিশুটিকে নিয়ে আসেন তার চাচা আশরাফ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে আমি ধানের কাজ করছিলাম। এ সময় পাশে হযরতকে নিয়ে তার মাসহ কয়েকজন ঘিরে কান্নাকাটি করছে। তারা বলে হজরতের গলা লিচুর বিচি আটকিছে। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করে।’
আশরাফ আলী আরও বলেন, ‘শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল।’
শিশুটির মৃত্যু নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌরিন সেন গুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার দাবি করছে শিশুটি গলায় লিচুর বিচি আটকে মারা গেছে। তাৎক্ষণিক এক্স-রে রিপোর্টে গলায় লিচুর বিচি দেখা যায়নি। শিশুটির মুখে রক্ত ছিল। বিষয়টি রহস্যজনক হওয়ায় থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
জ্ঞান ফিরলে শিশুটির মা কোহিনুর বেগম আজকের পত্রিকাকে দাবি করে বলেন, ‘হযরত আলী লিচু খাইতে গলায় বিচি আটকে গেছিল। বাড়িতে আঙুল দিয়ে গলা থাকি বিচি বাইর করার চেষ্টা করছিলাম। এ কারণে মুখ দিয়ে রক্ত বের হইছিল।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরে শিশুটির মা, চাচা এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রংপুরের বদরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে ৬ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এক্স-রে করে শিশুটির গলায় লিচুর বিচি পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি খিয়ারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটির নাম হযরত আলী। সে ওই গ্রামের মৃত আসাদুল হকের ছেলে।
দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওই শিশুর নিথর দেহ পড়েছিল। সন্তানের মৃত্যুর খবর শুনে হাসপাতাল চত্বরে মা কোহিনুর বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে শিশুটিকে নিয়ে আসেন তার চাচা আশরাফ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে আমি ধানের কাজ করছিলাম। এ সময় পাশে হযরতকে নিয়ে তার মাসহ কয়েকজন ঘিরে কান্নাকাটি করছে। তারা বলে হজরতের গলা লিচুর বিচি আটকিছে। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করে।’
আশরাফ আলী আরও বলেন, ‘শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল।’
শিশুটির মৃত্যু নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌরিন সেন গুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার দাবি করছে শিশুটি গলায় লিচুর বিচি আটকে মারা গেছে। তাৎক্ষণিক এক্স-রে রিপোর্টে গলায় লিচুর বিচি দেখা যায়নি। শিশুটির মুখে রক্ত ছিল। বিষয়টি রহস্যজনক হওয়ায় থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
জ্ঞান ফিরলে শিশুটির মা কোহিনুর বেগম আজকের পত্রিকাকে দাবি করে বলেন, ‘হযরত আলী লিচু খাইতে গলায় বিচি আটকে গেছিল। বাড়িতে আঙুল দিয়ে গলা থাকি বিচি বাইর করার চেষ্টা করছিলাম। এ কারণে মুখ দিয়ে রক্ত বের হইছিল।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরে শিশুটির মা, চাচা এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
১৯ মিনিট আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে