লালপুর (নাটোর) প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজাকে স্বাগত জানাতে দাসপাড়ায় ঢুলিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুনীল চন্দ্র দাস (৬৫) একজন পেশাদার ঢাকি। ঢাক-ঢোল মেরামতের মিস্ত্রিও তিনি। দুর্গাপূজা উপলক্ষে ঢাক-ঢোল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বাপ-দাদা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত।
জানা যায়, এ বছর নাটোরের লালপুরের রায়পুর দাসপাড়ার (ঢুলিপাড়া) ২১ জন ও আটঘরিয়া দক্ষিণ দাসপাড়ার ৯ জন ঢাকি বিভিন্ন পূজা মণ্ডপে ঢাক বাজানোর চুক্তি নিয়েছেন।
গতকাল সোমবার সরেজমিনে রায়পুর দাসপাড়ায় গিয়ে দেখা যায়, সুনীল চন্দ্র দাস ঢাক মেরামতের জন্য বাঁশের বাতা তৈরি করছেন। ঢাকিরা ঢাক-ঢোল বাজিয়ে পরীক্ষা করছেন। গ্রামের নারী-শিশু, বয়োবৃদ্ধ সবাই বাজনা উপভোগ করছেন। তাই পুরো পাড়া জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের পূজায় এ পাড়ার ২১ জন ঢুলি বিভিন্ন দুর্গা মণ্ডপে ডাক পেয়েছেন। প্রতি মণ্ডপে দুজন করে পূজার পাঁচ দিনে ১০ থেকে ১২ হাজার টাকার চুক্তিতে ঢাক বাজাবেন।
এ বিষয়ে খগেন চন্দ্র দাস (৭৫) বলেন, 'বাপ-দাদারা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত। এখন পূজা ছাড়াও বিয়েতে ৩-৪ দিনের জন্য পাঁচ জনের দল ১০ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে ঢাক বাজান। অন্য সময়ে তারা মুচি, দিনমজুর, কৃষি কাজ, রাজমিস্ত্রি কাজে যুক্ত থেকে সংসার চালান।
এ বিষয়ে ঢুলিপাড়ার দলনেতা অজিত চন্দ্র দাস (৪২) বলেন, 'একটি ছোট ঢাকের দাম ৪ হাজার টাকা, বড় ঢাক কাঠের তৈরি ১৪ হাজার আর টিনের তৈরি ৫ হাজার টাকা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রতিটি ঢোল ৮ হাজার টাকা, কর্নেট বাঁশি সাধারণত ১১ হাজার টাকা (তাইওয়ান ২৫ হাজার টাকা), সাইড ড্রাম ৪ হাজার টাকা, ঝুমকা ৫০০ টাকা, ঝাঁঝ আড়াই হাজার টাকার যন্ত্রপাতি লাগে। তিনি বলেন, এ সব যন্ত্র একা কেনার সামর্থ্য নেই। এত টাকা পাব কোথায়?
উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড়াইগ্রাম সীমানায় অবস্থিত আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া। সেখানেও দেখা যায়, ঢাক মেরামতে সময় পার করছেন ঢুলিরা। পূজায় এ পাড়ার নয় জন ঢাকি বিভিন্ন মণ্ডপে ঢাক বাজাবেন।
এ বিষয়ে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে এ বছর লালপুরে ৪২টি মন্দিরে দুর্গা পূজার উদ্যাপিত হবে। পূজা শুরু আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।'
নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, 'জেলায় ৩৮৩টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।'

আসন্ন দুর্গাপূজাকে স্বাগত জানাতে দাসপাড়ায় ঢুলিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুনীল চন্দ্র দাস (৬৫) একজন পেশাদার ঢাকি। ঢাক-ঢোল মেরামতের মিস্ত্রিও তিনি। দুর্গাপূজা উপলক্ষে ঢাক-ঢোল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বাপ-দাদা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত।
জানা যায়, এ বছর নাটোরের লালপুরের রায়পুর দাসপাড়ার (ঢুলিপাড়া) ২১ জন ও আটঘরিয়া দক্ষিণ দাসপাড়ার ৯ জন ঢাকি বিভিন্ন পূজা মণ্ডপে ঢাক বাজানোর চুক্তি নিয়েছেন।
গতকাল সোমবার সরেজমিনে রায়পুর দাসপাড়ায় গিয়ে দেখা যায়, সুনীল চন্দ্র দাস ঢাক মেরামতের জন্য বাঁশের বাতা তৈরি করছেন। ঢাকিরা ঢাক-ঢোল বাজিয়ে পরীক্ষা করছেন। গ্রামের নারী-শিশু, বয়োবৃদ্ধ সবাই বাজনা উপভোগ করছেন। তাই পুরো পাড়া জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের পূজায় এ পাড়ার ২১ জন ঢুলি বিভিন্ন দুর্গা মণ্ডপে ডাক পেয়েছেন। প্রতি মণ্ডপে দুজন করে পূজার পাঁচ দিনে ১০ থেকে ১২ হাজার টাকার চুক্তিতে ঢাক বাজাবেন।
এ বিষয়ে খগেন চন্দ্র দাস (৭৫) বলেন, 'বাপ-দাদারা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত। এখন পূজা ছাড়াও বিয়েতে ৩-৪ দিনের জন্য পাঁচ জনের দল ১০ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে ঢাক বাজান। অন্য সময়ে তারা মুচি, দিনমজুর, কৃষি কাজ, রাজমিস্ত্রি কাজে যুক্ত থেকে সংসার চালান।
এ বিষয়ে ঢুলিপাড়ার দলনেতা অজিত চন্দ্র দাস (৪২) বলেন, 'একটি ছোট ঢাকের দাম ৪ হাজার টাকা, বড় ঢাক কাঠের তৈরি ১৪ হাজার আর টিনের তৈরি ৫ হাজার টাকা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রতিটি ঢোল ৮ হাজার টাকা, কর্নেট বাঁশি সাধারণত ১১ হাজার টাকা (তাইওয়ান ২৫ হাজার টাকা), সাইড ড্রাম ৪ হাজার টাকা, ঝুমকা ৫০০ টাকা, ঝাঁঝ আড়াই হাজার টাকার যন্ত্রপাতি লাগে। তিনি বলেন, এ সব যন্ত্র একা কেনার সামর্থ্য নেই। এত টাকা পাব কোথায়?
উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড়াইগ্রাম সীমানায় অবস্থিত আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া। সেখানেও দেখা যায়, ঢাক মেরামতে সময় পার করছেন ঢুলিরা। পূজায় এ পাড়ার নয় জন ঢাকি বিভিন্ন মণ্ডপে ঢাক বাজাবেন।
এ বিষয়ে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে এ বছর লালপুরে ৪২টি মন্দিরে দুর্গা পূজার উদ্যাপিত হবে। পূজা শুরু আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।'
নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, 'জেলায় ৩৮৩টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।'

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৪ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪১ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে