রাবি প্রতিনিধি

একাত্তরের পরে পাশের দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে ফেলার গভীর নীলনকশা জিয়াউর রহমান নস্যাৎ করে দেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিকে ছিলেন। একাত্তর-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা ছিল। কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে।’
ছাত্রশিবিরের ‘শহীদ দিবস’ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সভাপতি জাহিদুল ইসলাম।
এই অনুষ্ঠান শেষে তিনি ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বক্তব্য দেন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী দিনে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল অপরাপর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, তারাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। রাজনীতির মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে। এটাই রাজনৈতিক সৌন্দর্য। এটাই বৈচিত্র্য। তবে দিন শেষে এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব।’
শিবিরের নেতা-কর্মীকে স্বাগত জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘যখন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর আস্থা উঠিয়ে দিয়েছিল, তখন আপনারা কী করেছিলেন? যখন বিভিন্ন আলেম কোরআনের অপব্যাখ্যা করে তখন আপনারা ভোটের জন্য তাঁদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। কিন্তু ইসলামি ছাত্রসংগঠন হিসেবে এসব বিষয়ে আপনাদের কথা বলা উচিত।’

একাত্তরের পরে পাশের দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে ফেলার গভীর নীলনকশা জিয়াউর রহমান নস্যাৎ করে দেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিকে ছিলেন। একাত্তর-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা ছিল। কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে।’
ছাত্রশিবিরের ‘শহীদ দিবস’ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সভাপতি জাহিদুল ইসলাম।
এই অনুষ্ঠান শেষে তিনি ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বক্তব্য দেন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী দিনে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল অপরাপর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, তারাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। রাজনীতির মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে। এটাই রাজনৈতিক সৌন্দর্য। এটাই বৈচিত্র্য। তবে দিন শেষে এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব।’
শিবিরের নেতা-কর্মীকে স্বাগত জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘যখন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর আস্থা উঠিয়ে দিয়েছিল, তখন আপনারা কী করেছিলেন? যখন বিভিন্ন আলেম কোরআনের অপব্যাখ্যা করে তখন আপনারা ভোটের জন্য তাঁদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। কিন্তু ইসলামি ছাত্রসংগঠন হিসেবে এসব বিষয়ে আপনাদের কথা বলা উচিত।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৩৯ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৪১ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে