Ajker Patrika

ইসলামকে মুছে ফেলার নীলনকশা নস্যাৎ করে দেন জিয়াউর রহমান: শিবির সভাপতি

রাবি প্রতিনিধি 
আপডেট : ১১ মার্চ ২০২৫, ২৩: ২৭
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

একাত্তরের পরে পাশের দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে ফেলার গভীর নীলনকশা জিয়াউর রহমান নস্যাৎ করে দেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিকে ছিলেন। একাত্তর-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা ছিল। কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে।’

ছাত্রশিবিরের ‘শহীদ দিবস’ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সভাপতি জাহিদুল ইসলাম।

এই অনুষ্ঠান শেষে তিনি ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বক্তব্য দেন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী দিনে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল অপরাপর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, তারাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। রাজনীতির মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে। এটাই রাজনৈতিক সৌন্দর্য। এটাই বৈচিত্র্য। তবে দিন শেষে এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব।’

শিবিরের নেতা-কর্মীকে স্বাগত জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘যখন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর আস্থা উঠিয়ে দিয়েছিল, তখন আপনারা কী করেছিলেন? যখন বিভিন্ন আলেম কোরআনের অপব্যাখ্যা করে তখন আপনারা ভোটের জন্য তাঁদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। কিন্তু ইসলামি ছাত্রসংগঠন হিসেবে এসব বিষয়ে আপনাদের কথা বলা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত