দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। দায়সারা কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওপাড়া ইউনিয়ন পরিষদের (এলজেএসপি) প্রকল্পের আওতায় নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া কায়েমের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত ৪৬০ ফুট রাস্তা সিসি করণের কাজ চলছিল। কাজটি নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজেই তদারকি করছিলেন। যার ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৭ হাজার টাকা।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে সড়ক সিসি করণে নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা এসে তীব্র প্রতিবাদ করেন। তারপরও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হোন শ্রমিকেরা।
পালশা গ্রামের বুলবুল, জনি, রাসেল, রেজাউল, মতিউর বলেন, রাস্তায় একেবারেই নরম তিন নম্বর ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছিল। গাড়ি গেলেই দেবে যাচ্ছে রাস্তা। হাত দিয়েই ভাঙা যাচ্ছিল নরম ইটগুলো। এমন অনিয়ম দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তার বন্ধ করে দিয়েছে। ভালো মানের সামগ্রী ব্যবহার না করলে রাস্তা কাজ হতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নাই। কেউ আমাকে অভিযোগ করেনি। তা ছাড়া রাস্তা সিসি করণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে না।
উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, স্থানীয় এলাকাবাসী ভিডিও এবং ছবি পাঠিয়েছে আমার কাছে। এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। দায়সারা কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওপাড়া ইউনিয়ন পরিষদের (এলজেএসপি) প্রকল্পের আওতায় নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া কায়েমের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত ৪৬০ ফুট রাস্তা সিসি করণের কাজ চলছিল। কাজটি নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজেই তদারকি করছিলেন। যার ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৭ হাজার টাকা।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে সড়ক সিসি করণে নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা এসে তীব্র প্রতিবাদ করেন। তারপরও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হোন শ্রমিকেরা।
পালশা গ্রামের বুলবুল, জনি, রাসেল, রেজাউল, মতিউর বলেন, রাস্তায় একেবারেই নরম তিন নম্বর ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছিল। গাড়ি গেলেই দেবে যাচ্ছে রাস্তা। হাত দিয়েই ভাঙা যাচ্ছিল নরম ইটগুলো। এমন অনিয়ম দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তার বন্ধ করে দিয়েছে। ভালো মানের সামগ্রী ব্যবহার না করলে রাস্তা কাজ হতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নাই। কেউ আমাকে অভিযোগ করেনি। তা ছাড়া রাস্তা সিসি করণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে না।
উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, স্থানীয় এলাকাবাসী ভিডিও এবং ছবি পাঠিয়েছে আমার কাছে। এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪২ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে