নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা দেখতে এসে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবলু মোল্লা নামে এক যুবকের নেতৃত্বে একদল যুবক রনিসহ পাঁচজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ রনির। এ সময় রনিদের নিয়ে আসা গাড়িটি ভাঙচুর করা হয়। পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈর বাজারসংলগ্ন আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রনি মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান।
আবু হেনা রনি বলেন, ‘ঈদের সিনেমা দেখার জন্য আমিসহ পাঁচজন বিলদহর থেকে চাঁচকৈর আসি। আমরা একটি প্রাইভেট কার এনেছিলাম। গাড়িটা সিনেমা হলের রাস্তার পাশে পার্কিং করছিলাম। এ সময় আরেকটি প্রাইভেট কার সেখানে আসে এবং চালক রাস্তার পাশে আমাদের গাড়ি পার্কিং করতে দেখে সরে যেতে বলে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখেছি, তবু কেন সরতে হবে জানতে চাইলে গাড়ির ভেতর থেকে গালাগালি শুরু করে। প্রতিবাদ করলে গাড়ি থেকে গাড়িষাপাড়া এলাকার সাবলু মোল্লা নেমে আমাদের দিকে তেড়ে আসে। এ সময় স্থানীয়রা সাবলুকে বাধা দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাবলু ফোনে কয়েকজন যুবককে আসতে বলে। ৮-১০ জন যুবক তৎক্ষণাৎ মোটরসাইকেলযোগে এসে বাটাম দিয়ে পিটিয়ে আমাদের আহত করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে।’
এ ঘটনায় বক্তব্য জানতে সাবলু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা সাড়া পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে সাবলু মোল্লাকে প্রধান আসামি এবং আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা দেখতে এসে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবলু মোল্লা নামে এক যুবকের নেতৃত্বে একদল যুবক রনিসহ পাঁচজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ রনির। এ সময় রনিদের নিয়ে আসা গাড়িটি ভাঙচুর করা হয়। পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈর বাজারসংলগ্ন আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রনি মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান।
আবু হেনা রনি বলেন, ‘ঈদের সিনেমা দেখার জন্য আমিসহ পাঁচজন বিলদহর থেকে চাঁচকৈর আসি। আমরা একটি প্রাইভেট কার এনেছিলাম। গাড়িটা সিনেমা হলের রাস্তার পাশে পার্কিং করছিলাম। এ সময় আরেকটি প্রাইভেট কার সেখানে আসে এবং চালক রাস্তার পাশে আমাদের গাড়ি পার্কিং করতে দেখে সরে যেতে বলে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখেছি, তবু কেন সরতে হবে জানতে চাইলে গাড়ির ভেতর থেকে গালাগালি শুরু করে। প্রতিবাদ করলে গাড়ি থেকে গাড়িষাপাড়া এলাকার সাবলু মোল্লা নেমে আমাদের দিকে তেড়ে আসে। এ সময় স্থানীয়রা সাবলুকে বাধা দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাবলু ফোনে কয়েকজন যুবককে আসতে বলে। ৮-১০ জন যুবক তৎক্ষণাৎ মোটরসাইকেলযোগে এসে বাটাম দিয়ে পিটিয়ে আমাদের আহত করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে।’
এ ঘটনায় বক্তব্য জানতে সাবলু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা সাড়া পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে সাবলু মোল্লাকে প্রধান আসামি এবং আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে