প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে চারজন নাটোরের বাসিন্দা ছিলেন। এ ছাড়া রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার দুজন করে এবং পাবনার একজন মারা গেছেন।
তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং পাবনা, কুষ্টিয়া ও রাজশাহীর একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। অন্য নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
মৃত ১৪ জনের মধ্যে ছয়জন পুরুষ ও আটজন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। রামেক হাসপাতালে এ নিয়ে চলতি মাসে ৩২৯ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি। সোমবার সকালে ভর্তি ছিলেন ৫০৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫০ জন। উপসর্গ নিয়ে আছেন ২০৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫১ জন রোগী।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে রোববার জেলায় মোট ১ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। আর শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে চারজন নাটোরের বাসিন্দা ছিলেন। এ ছাড়া রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার দুজন করে এবং পাবনার একজন মারা গেছেন।
তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং পাবনা, কুষ্টিয়া ও রাজশাহীর একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। অন্য নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
মৃত ১৪ জনের মধ্যে ছয়জন পুরুষ ও আটজন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। রামেক হাসপাতালে এ নিয়ে চলতি মাসে ৩২৯ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি। সোমবার সকালে ভর্তি ছিলেন ৫০৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫০ জন। উপসর্গ নিয়ে আছেন ২০৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫১ জন রোগী।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে রোববার জেলায় মোট ১ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। আর শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১০ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২২ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে