শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করেছেন তাঁরা। আজ রোববার দুপুরে অনশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। তাঁর নাম শামীম আহমেদ। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।
অনশনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল, সংগীত বিভাগের প্রভাষক মো. রওশন আলমসহ কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার সময় পকেট থেকে বিষের কৌটা বের করে আত্মহত্যার চেষ্টা করেন শামীম। এ সময় রেজিস্ট্রার মো. সোহরাব আলী একাডেমিক ভবনের সামনে বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। অনশনে উপস্থিত শিক্ষার্থীরা শামীমকে বিষপান থেকে বাধা দেন। কিন্তু শেষমেশ শামীম বিষপান করেন। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে প্রাইভেট ক্লিনিক পিপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন শঙ্কামুক্ত।
রবীন্দ্র অধ্যয়নের চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, ‘আমরা এখানে তদন্ত কমিটির পক্ষ থেকে আসিনি, আমরা সাধারণ শিক্ষক হিসেবে দেখা করতে এবং খোঁজখবর নেওয়ার জন্য এসেছি।’
উল্লেখ্য, বিষপানে আত্মহত্যার চেষ্টা করা শামীম গতকাল শনিবার রাতে আলটিমেটাম দিয়ে বলেছিলেন, রোববার দুপুর ১২টার মধ্যে ঘটনার সুরাহা না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন।

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করেছেন তাঁরা। আজ রোববার দুপুরে অনশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। তাঁর নাম শামীম আহমেদ। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।
অনশনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল, সংগীত বিভাগের প্রভাষক মো. রওশন আলমসহ কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার সময় পকেট থেকে বিষের কৌটা বের করে আত্মহত্যার চেষ্টা করেন শামীম। এ সময় রেজিস্ট্রার মো. সোহরাব আলী একাডেমিক ভবনের সামনে বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। অনশনে উপস্থিত শিক্ষার্থীরা শামীমকে বিষপান থেকে বাধা দেন। কিন্তু শেষমেশ শামীম বিষপান করেন। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে প্রাইভেট ক্লিনিক পিপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন শঙ্কামুক্ত।
রবীন্দ্র অধ্যয়নের চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, ‘আমরা এখানে তদন্ত কমিটির পক্ষ থেকে আসিনি, আমরা সাধারণ শিক্ষক হিসেবে দেখা করতে এবং খোঁজখবর নেওয়ার জন্য এসেছি।’
উল্লেখ্য, বিষপানে আত্মহত্যার চেষ্টা করা শামীম গতকাল শনিবার রাতে আলটিমেটাম দিয়ে বলেছিলেন, রোববার দুপুর ১২টার মধ্যে ঘটনার সুরাহা না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে