সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।
এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।
এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে